সিএএ নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব রয়েছে,মমতার পাশে নেই অনেকে-দাবি দিলীপ ঘোষের

Published : Dec 28, 2019, 06:05 PM IST
সিএএ নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব রয়েছে,মমতার  পাশে নেই অনেকে-দাবি দিলীপ ঘোষের

সংক্ষিপ্ত

মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝানোর চেষ্টা করছেন ওনার দলের লোকেরাই বুঝে গিয়েছেন ভুল কোনটা  তাই হাঁটতে বের হলেও সঙ্গে সেভাবে লোক দেখা যাচ্ছে না এমনই মন্তব্য় করলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ 

খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে হেরে গেলেও সার্বিকভাবে মেদিনীপুর লোকসভাতে তিনি বিপুট ভোটে জয়ী হয়ে রয়েছেন ৷ তাই এনআরসি ও সিএএ নিয়ে আলাদা আলাদা সম্প্রদায়ের প্রতিনিধিদের ডেকে বৈঠকে বোঝালেন বিজেপি রাজ্য সভাপতি ৷ খড়্গপুর উদ্ধারে নিজের ঘুঁটি সাজানো শুরু করে দিলেন তিনি ৷ এনআরসি , সিএএ নিয়ে গন্ডগোলের মাঝেই খড়্গপুর শহরের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করলেন তিনি ৷ 

শনিবার সকাল থেকেই খড়্গপুর শহরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সাত সকালেই খড়্গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে রোজকার মতো কথা বলেছেন মানুষের সঙ্গে ৷ যতখানি সম্ভব জনসংযোগ তৈরি করেছেন ঘুরে ৷ পরে দিনভর বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছেন ৷  এদিন খড়্গপুর শহরে প্রথম বৈঠকটি করেন খরিদা এলাকার একটি হলে ৷ জৈন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয় ৷ বৈঠকে গত নির্বাচনের কিছুটা পরিস্থিতি তুলে ধরে আলোচনার পরে এনআরসি ও সিএএ- কি, কাদের জন্য দরকার তা বোঝান তাদের ৷ এরপর ওই সম্প্রদায়ের মধ্যে নিজদলের প্রতিনিধি নির্বাচিত করেন ৷ সংসদ প্রতিনিধি নির্বাচিত করে সামনের দিনে কি কাজ করা দরকার তা বুঝিয়ে দেন ৷ 

পরবর্তী বৈঠক হয় খরিদার অন্য একটি স্থানে ৷যেখানে শিখ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করা হয় ৷ তাঁদের মধ্যেও  এনআরসি ও সিএএ বিষয়ে বুঝিয়ে সংসদ প্রতিনিধি নির্বাচিত করে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে নিজদলের অস্তিত্ব কতখানি রয়েছে তাদের মধ্যে তাও খতিয়ে দেখেন  রাজ্য সভাপতি ৷ এরপর নিজের বাংলোতে ফেরেন দুপুরে ৷ বাংলোতে বৈঠক হয় কার্যকর্তাদের নিয়ে ৷ খড়্গপুরে হারের পরে দলের স্থানীয় কর্মীদের কোথায় কীভাবে কাজ করতে হবে তা ইতিমধ্য়েই নির্ধারিত হয়েছে ৷ 
 
বিকেলে সেখান থেকে রওয়ানা দেন খড়্গপুর শহরের পাশে সালুয়া এলাকায় ৷ সেখানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেন  দিলীপবাবু। শিখ,বা জৈন্যদের মতো তাদেরও বোঝান এনআরসি ও সিএএ  কি ৷ তাদের এই দুই বিষয়ের ইতিবাচক দিক বুঝিয়ে সেখানেও প্রতিনিধি নির্বাচিত করেন দিলীপ বাবু ৷ তাঁদের মধ্যে বিজেপি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি ৷ 

এদিন সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন,মানুষকে যতোই মুখ্যমন্ত্রী ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, ওনার দলের লোকেরাই বুঝে গিয়েছেন ভুল কোনটা ৷ তাই হাঁটতে বের হলেও সঙ্গে সেভাবে লোক দেখা যাচ্ছে না ৷ আমরা বোঝানোর আগেই মানুষও তা বুঝে নিয়েছে ৷ ওদের বিরোধিতা,অবস্থান বিক্ষোভ এখন হাস্যকর হয়ে দাঁড়াবে ৷

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari : টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা? শুভেন্দুর এই দাবিতে তোলপাড়!
Lakshmir Bhandar: জানুয়ারি থেকে প্রায় আড়াই গুণ বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার! বছর শেষে চমক সরকার পক্ষের