প্রধানমন্ত্রীর কথা শোনেন না মুখ্যমন্ত্রী, মমতার কথাও শুনবে না বিজেপি, দাবি দিলীপের

  • কেশপুরের সভায় ঘোষণা দিলীপের
  • মুখ্যমন্ত্রীর কথা শুনবে না বিজেপি
  • মানা হবে না সরকার, পুলিশের কথাও
  • প্রধানমন্ত্রীকে উপেক্ষা করার পাল্টা কৌশল

মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ তারা মানবেন না। মানা হবে না রাজ্য সরকার, পুলিশকেও। প্রকাশ্য সভা থেকেই এমন হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়্গপুরের সাংসদের যুক্তি, যেহেতু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনও কথাই শোনেন না, তাই তাঁর কথাও এবার থেকে শুনবে না রাজ্য বিজেপি। 

পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও এ দিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করল বিজেপি৷ কেশপুর ব্লকের আনন্দপুরে এই সভার জন্য পুলিশ অনুমতি দেয়নি৷ তা সত্বেও পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে আনন্দপুর থানার সামনে বড়ো একটি মাঠে সমাবেশ করা হল শনিবার দুপুরে। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মুকুল রায়, ভারতী ঘোষ, সায়ন্তন বসুর মতো রাজ্য বিজেপি-র নেতারা। 

Latest Videos

আরও পড়ুন- 'বউয়ের হাতেও মার খান পুলিশকর্মীরা', কটাক্ষ করতে গিয়ে কি মাত্রা ছাড়ালেন দিলীপ, দেখুন ভিডিও

সভার জন্য পুলিশ অনুমতি না দেওয়াতেই এ দিন পাল্টা সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ। কটাক্ষের সুরে তিনি বলেন, 'আমরাও ঠিক করেছি মুখ্যমন্ত্রী যা বলবেন, আমরা তার উল্টো করব। আমাদের প্রধানমন্ত্রী সারাদেশের মুখ্যমন্ত্রীদের ডাকেন রাজ্যের উন্নয়ন, অর্থ বরাদ্দ নিয়ে খোঁজ নেওয়ার জন্য। কিন্তু সেখানে আমাদের মুখ্যমন্ত্রী যান না। দিল্লি থেকে যে সার্কুলার আসে সেগুলি আপনি মানেন না। তাই আমরাও ঠিক করেছি দিদিমণির কথা মানব না। পুলিশ, সরকারের কথাও মানব না।'

এখানেই থেমে না থেকে পুলিশকেও আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আজকে মুখ্যমন্ত্রীর জন্যই পুলিশের এই অবস্থা হয়েছে। লোকের কাছে মার খেতে হচ্ছে। আমার মনে হয়, পুলিশের লোকেরা বাড়িতে বউয়ের কাছেও মার খান।' 

লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে আক্রান্ত হয়েছিলেন দলের প্রার্থী ভারতী ঘোষও। শাসক দলের বিরুদ্ধে গায়ের জোরে ভোট করানোর অভিযোগ তোলে বিজেপি। দিলীপবাবুর মুখে এ দিন তা নিয়েও ফের হুঁশিয়ারি শোনা গিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এর পরে বিধানসভা ভোট যখন হবে, তৃণমূলের যারা আটকেছিল, তাঁদের বলে দেবেন, হয় ঘরের মধ্যে বসে থাক, নয়তো কেশপুর ছেড়ে চলে যা, নাহলে ফল ভাল হবে না।'

ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি-র হারের পিছনে অন্যতম কারণ কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিশাল ব্যবধানের লিড পাওয়া। বিজেপি নেতা মুকুল রায় অবশ্য এ দিনের সভা থেকে দাবি করেন, আগামী বিধানসভা ভোটে কেশপুর থেকে লক্ষাধিক ভোটে জিতবে বিজেপি।  

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas