- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট! SIR নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট! SIR নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন থেকে শুরু করে আইপ্যাকের অফিসে ইডির হানা- একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হিরণের বিয়ে নিয়েও মন্তব্য দিলীপ ঘোষের।

দিলীপের তোপ
রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন থেকে শুরু করে আইপ্যাকের অফিসে ইডির হানা- একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোটের আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ রীতিমত ফর্মেই রয়েছেন বলে মনে করছেন বিজেপি কর্মীরা। সম্প্রতি তাঁকে রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে। মালদা আর হুগলিতে মোদীর সভাতে তিনি অনুপস্থিত ছিলেন।
ইডি ইস্যুতে দিলীপের মন্তব্য
রাজ্যে এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা রাহুল নবীন। সেই বিষয়ে নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বলেন, এটা কোনও নতুন ঘটনা নয়, পশ্চিমবঙ্গে দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একাধিক তদন্ত চলছে। সেগুলি সঠিকভাবে সম্পন্ন করতেই কেন্দ্রীয় আধিকারিকদের এখানে আসা যাওয়া স্বাভাবিক ঘটনা। তিনি আরও বলেছেন, বাংলার মানুষ চায় রাজ্য দুর্নীতিমুক্ত হোক। তদন্ত দ্রুত শেষ হোক।
SIR নিয়ে আশঙ্কা
রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। সঠিকভাবে রাজ্য সরকার কাজ হতে দিচ্ছে না বলেও অভিযোগ। তিনি বলেন, 'রাজ্য সরকার চায় না এসআইআর ঠিকঠাক হোক। কারণ তাতে ভুয়ো ভোটারদের নাম কাটা যাবে। সেই কারণে নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলা হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়াচ্ছে। আমরা চাই এসাইআর দ্রুত সম্পন্ন হোক। না হলে ভোট পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।'
বাংলায় দেশবিরোধী রাজনীতি চলছে: দিলীপ ঘোষ
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় পুরুলিয়ায় গিয়ে বিজেপিকে 'আলসার-ক্যানসার' বলে কটাক্ষ করেছেন। এদিন সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে তা দেশবিরোধী। দেশের সমস্ত প্রতিষ্ঠান নির্হাচন কমিশন, সেনা, আধালত সবকিছুকে শত্রু বানিয়ে রাজনীতি করা হচ্ছে। এরফলে সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত।'
হিরণের বিয়ে নিয়ে দিলীপের মন্তব্য
সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে সেরেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাই নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে। সেই বিষয়ে নিয়েও রীতিমত কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন, 'যাঁরা সেলিব্রিটি বা বিশিষ্ট ব্যক্তি তাদের বিয়ে করলে বা সর্দি হলেও খবর হয়। আলোচনা চলুক।'

