'বউয়ের হাতেও মার খান পুলিশকর্মীরা', কটাক্ষ করতে গিয়ে কি মাত্রা ছাড়ালেন দিলীপ, দেখুন ভিডিও

  • কেশপুরের আনন্দপুরের ঘটনা
  • সভার অনুমতি না দেওয়ায় পুলিশের উপরে ক্ষোভ
  • কটাক্ষ করতে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
     

/ Updated: Jun 29 2019, 06:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুলিশকে কটাক্ষ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন কেশপুরে বিজেপি-র একটি সভায় তিনি বলেন, 'আজকে মুখ্যমন্ত্রীর জন্যই পুলিশের এই অবস্থা হয়েছে। লোকের কাছে মার খেতে হচ্ছে। আমার মনে হয়, পুলিশের লোকেরা বাড়িতে বউয়ের কাছেও মার খান।' শুধু তাই নয়, দিলীপবাবু জানান, যেহেতু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনও কথাই শোনেন না, তাই তাঁর কথাও এবার থেকে শুনবে না রাজ্য বিজেপি। 

পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও এ দিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করে বিজেপি৷  পুলিশ কেন অনুমতি দেয়নি, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে আক্রান্ত হয়েছিলেন দলের প্রার্থী ভারতী ঘোষও। দিলীপবাবুর মুখে এ দিন তা নিয়েও ফের হুঁশিয়ারি শোনা গিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এর পরে বিধানসভা ভোট যখন হবে, তৃণমূলের যারা আটকেছিল, তাঁদের বলে দেবেন, হয় ঘরের মধ্যে বসে থাক, নয়তো কেশপুর ছেড়ে চলে যা, নাহলে ফল ভাল হবে না।'