সাবেকিয়ানাই থিম,ধানের গোলায় মা আসবেন বালুরঘাটের ত্রিধারা ক্লাবে

Published : Sep 17, 2019, 10:26 PM ISTUpdated : Sep 18, 2019, 09:03 AM IST
সাবেকিয়ানাই থিম,ধানের গোলায় মা আসবেন বালুরঘাটের ত্রিধারা ক্লাবে

সংক্ষিপ্ত

বালুরঘাটে ত্রিধারা ক্লাবের পুজো ৫১ বছরে পড়ল পুজোর থিম সাবেকিয়ানা মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই সাবেকি সাজ  

কঠিন কোনও বিষয় নয়। সাবেকিয়ানাকেই এবার থিমের মোড়কে দর্শকদের সামনে হাজির করাতে চলেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ত্রিধারা ক্লাব। বালুরঘাটের অন্যতম পুরনো এই পুজো এবার ৫৪ বছরে পা দিল। মা দুর্গার রূপে যেমন ফুটে উঠবে সাবেকিয়ানা, তেমনই মণ্ডপসজ্জাতেও ফুটে উঠবে গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। 

পুজো কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবছর ত্রিধারা সংঘের মণ্ডপটি তৈরি হচ্ছে ধানের গোলার আদলে। খড়, কুলো, মাটির ঘণ্টার মতো বিভিন্ন জিনিস দিয়ে গোলাঘরের আদলে তৈরি মণ্ডপকে একটি মন্দিরের রূপ দেওয়া হবে। মণ্ডপের ভিতরে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের বর্ণনা দেওয়া কিছু ছবি। আর মণ্ডপকে পূর্ণতা দেবে গ্রামবাংলার সাবেকি রূপের দুর্গা প্রতিমা। নবদ্বীপের আধুনিক আলোকসজ্জা এই পুজোর অন্যতম আকর্ষণ।

বছরভরই ত্রিধারা সংঘ রক্তদান উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন সামাজিক কার্যকলাপে যুক্ত থাকে। পুজোতেও নিজেদের সামাজিক দায়িত্ববোধ ভোলে না তারা। অন্যান্য বছরের মতো এবারও পঞ্চমীর দিন দুঃস্থ বৃদ্ধ- বৃদ্ধাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। 
 

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি