ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বেশ কিছু অংশ

  • করোনা আবহে নতুন বিপদ
  • ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ
  • আতঙ্কিত সাধারণ মানুষ

 

পৌলোমী নাথ: করোনা আবহে আবার নতুন বিপদ। ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ। শুক্রবার কেঁপে ওঠে নদিয়ার কৃ্ষ্ণনগরের বেশ কিছু এলাকা। এছাড়াও নদিয়ার আরও বেশ কিছু এলাকা ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়-ক্ষতির কথা জানা যাচ্ছে না। করোনা আবহে আকস্মিক এই বিপদে আতঙ্কিত অনেকেই। এখনও জানা যায়নি এর উৎপত্তিস্থল কোথায়। 

শুধু নদিয়া বা মুর্শিদাবাদই নয় ওই দিন সকালে পুরুলিয়ার বেশ কিছু জায়গা এবং ঝাড়খন্ডেরও বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের তীব্রতা তবে সেখানে খুব বেশি ছিলনা। করনা আবহে বারবার ভূমিকম্পের খবর এক নতুন চিন্তায় ফেলেছে মানুষকে। এর আগে বৃহস্পতিবারে ভূমিকম্প হয় আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকায়। পোর্ট ব্লেয়ারের থেকে ২২২ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল বলে জানা যাচ্ছে। সেখানেও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে আগামী দিনে আরও বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ার সম্ভবনা আছে বলে জানাযাচ্ছে। 

Latest Videos

 

 

Share this article
click me!

Latest Videos

'যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে SSC-কেই' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | SSC Scam | BJP
‘Mamata বলেন Noakhali দাঙ্গার সময় রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন’ Suvendu-র খোঁচা মমতাকে
Sandeshkhali-তে গর্জে উঠলেন Suvendu Adhikari! রাজ্যের বিরোধী দলনেতার চরম বার্তা Mamata Banerjee-কে!
'চুগলিবাজি করে জিতেছে তৃণমূল' | Rekha Patra #shorts #rekhapatra #sandeshkhali #shortsvideo
অবশেষে তিন মাস পর মুক্তি পেলেন Bangladesh-এ আটক Sundarbans-এর মৎস্যজীবীরা!