'আশঙ্কা' সত্যি করেই অভিষেককে নোটিশ কয়লাকাণ্ডে, শুক্রবার হাজিরার নির্দেশ ED-র

তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই আশঙ্কা করেছিলেন সফল সমাবেশের পর আবার কিছু একটা হবে। দলের কোনও না কোনও নেতা কর্মী কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়বে। সেখানে অনুষ্ঠান মঞ্চেও জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Saborni Mitra | Published : Aug 30, 2022 9:29 AM IST

তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই আশঙ্কা করেছিলেন সফল সমাবেশের পর আবার কিছু একটা হবে। দলের কোনও না কোনও নেতা কর্মী কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়বে। সেখানে অনুষ্ঠান মঞ্চেও জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর আশঙ্কা সত্যি করেই আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি নোটিশ পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার তাঁকেই কয়লা পাচারকাণ্ডে তলব করল ইডি। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

এটাই প্রথম নয় , এর আগেও কয়লাকাণ্ডে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল। ডাকা হয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকেও। দিল্লিতেও কয়লাপাচারকাণ্ডে তলব করা হয়েছিল দম্পতিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একবার অভিষেকের দক্ষিণ কলকাতার বাড়ি শান্তিনিকেতনেও হানা দিয়েছিল।  কয়লাপাচারকাণ্ডে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে। তদন্তকারীদের অনুমান আর্থিক তছরুপে হাত রয়েছে অভিষেকের। আর রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচার হয়েছে।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন 'লিখে রাখুন ওরা চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা করবে।' অন্যদিকে মমতা অবশ্য গতকালের অনুষ্ঠানে বলেছিলেন, 'আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তব্য রেখেছে। এবার হয়তো আজ বা কালের মধ্যেই কোনও সংস্থা নোটিশ ধরাবে।' যদিও তৃণমূল নেত্রী এখানেই শেষ করেননি। তিনি বলেছিলেন, 'অভিষেককে আগে দুবার নোটিশ ধরিয়েছে, ওর স্ত্রিকেও জিজ্ঞাসাবাদ করেছে। এবার হয়তো ওর দুবছরের ছেলেটাও নোটিশ ধরাবে। নোটিশ ধরিয়ে দেখুক ওর ছেলেটা কতটা শক্ত।' 

কেন্দ্রীয় সংস্থা বিজেপি-র নির্দেশে এই রাজ্যে সক্রিয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।  ঘাসফুল শিবিরের অভিযোগ বেছে বেছে তাদের নেতাদেরই হেনস্থা করার হচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য হেনস্থা করা হচ্ছে।

তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিনের অনুষ্ঠানে একচেটিয়াভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা দলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেন। বলেন, বিজেপি নেতারা সরাসরি কখনও কোনও কথা বলেন না। ভাববাচ্ছে কথা সকলেই বলতে পারে। তারপরই তিনি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের নাম করে করে আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , 'আমার নাম নিয়ে যখন কথা বলে তখন বিজেপি নেতারা আমার নাম নিতে পারে না। কারণ এদের বুকের পাটা নেই। কিন্তা আমার নাম নিতে ভয় নেই। আমি নাম নিয়ে বলছি বেইমান গদ্দার শুভেন্দু অধিকারী। তোমার যদি বুকের পাটা থাকে তাহলে বল তোলাবাজের নাম অভিষেক ব্যানার্জি। যদি বলো তাহলে ১০ দিনের মধ্যে হাইকোর্টে নিয়ে গিয়ে মানহানির মামলা কর।'

'প্রয়োজনে অন্যের রক্ত ঝরবে', বাংলা ভাগের বিরোধিতায় সুর চড়ালেন উদয়ন গুহ
'চোর বললে জিভ টেনে ছিঁড়ে নিতে বলতাম', তৃণমূল ছাত্রপরিষদের মঞ্চে সিপিএম-বিজেপিকে আক্রমণ মমতার

 'আমাকে তোলাবাজ বললে কোর্টে নিয়ে যাব', মেয়ো রোড থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি অভিষেকের

Share this article
click me!