কালার প্রিন্টে জাল ২০০-ই আসল, আপনিও ঠকছেন না তো

  • কালার প্রিন্ট করে নকল টাকাকে আসল বলে চালানো হচ্ছিল
  •  চাউমিনের দোকানে নকল টাকা গছাতে গিয়েই ধরা পড়ে গেল অভিযুক্ত
  •  এলাকাবাসীরাই অভিযুক্তদের পাকড়াও করে তুলে দেয় পুলিশের হাতে।
  • কীভাবে চলত জাল নোটের কারবার জেনে অবাক পুলিশ  

Asianet News Bangla | Published : Nov 5, 2019 6:46 AM IST / Updated: Nov 05 2019, 12:21 PM IST

কালার প্রিন্ট করে নকল টাকাকে আসল বলে চালানো হচ্ছিল। চাউমিনের দোকানে নকল টাকা গছাতে গিয়েই ধরা পড়ে গেল অভিযুক্ত। পরে এলাকাবাসীরাই অভিযুক্তদের পাকড়াও করে তুলে দেয পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির ভক্তিনগর থানার সমর নগর ডিজে মোড় এলাকায়।

ফুচকা খেতে গিয়ে ঝাল লাগল সাংসদ লকেটের, দেখুন ভিডিও

সাধারণ মানুষের অভিযোগ, ওই এলাকাতে একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান ভাড়া নিয়ে নকল নোট তৈরি করে বাজারে ছড়াচ্ছিল তারা। সোমবার রাতে একটি চাওমিনের দোকানে ওই দুই যুবক জাল ১০০ টাকার নোট দেওয়ার পর সাধারণ মানুষের নজরে পড়ে। এরপর এলাকার লোকজন ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করে। বিষয়টি স্থানীয়রা ভক্তিনগর থানাকে জানায়।

বাংলায় কাজ জুটবে কি, কাশ্মীরেই ফিরতে চান সাবিরুল- জামালরা

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দোকানের মালিক এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় লোকজনের বক্তব্য, টাকা ছাপানোর একটি প্রিন্টার এবং প্রচুর ১০০ ও ২০০ টাকার নোট প্রিন্ট আউট করা অবস্থায় পাওয়া গিয়েছে ওই দোকান থেকে। তবে ভক্তিনগর থানার পুলিশ সূত্রে এখনও বিষয়টির তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Share this article
click me!