দশমীতে সৌজন্যতার নজির ভারতের, আট বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাল বিএসএফ

Published : Oct 26, 2020, 04:49 PM IST
দশমীতে সৌজন্যতার নজির ভারতের, আট বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাল বিএসএফ

সংক্ষিপ্ত

বিজয়া দশমীতে সৌজন্যতার নজির গড়ল ভারত নিজেদের দেশে ফিরলেন আট বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে যায় বহরমপুর ও কলকাতা সেক্টরে আটক হয় বাংলাদেশিরা

বিজয়া দশমীতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সৌজন্যতার নির্দশন ভারতের। বিএসএফের হাতে আটক আট বাংলাদেশি নাগরিককে নিজেদের দেশে ফেরত পাঠাল বিএসএফ। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ভুল বশত এদেশে ঢুকে পড়ায় আটক করেছিল বিএসএফ। সেরকম আট জনকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেয় বিএসএফ।

আরও পড়ুন-বাতাসে বিষাদের সুর, দর্শক শূন্য মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

বিএসএফের সাউথ বেঙ্গলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ''ভারত-বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে এদেশে ঢুকে পড়েছিল ৬ জন মৎসজীবী। বিএসএফের বহরমপুর সেক্টরে ভুল বশত জল সীমা লঙ্ঘন করেছিল ওই মৎসজীবীরা। নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে এসে ভারতে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দারা। সোমবার তাঁদের বিজিবি-র হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে, ইছামতী নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল এক যুবক। কলকাতা সেক্টরে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। ধৃত ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। ভুল বশত ভারতে ঢুকে পড়া ওই আট বাংলাদেশি নাগরিককে নিজেদের দেশে ফেরায় বিএসএফ''।

আরও পড়ুন-আবার ফিরে এসো মা, করোনা সংক্রমণ রোধে মাস্ক পরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো এই প্রথমবার নয়। আগেও বহুবার সৌজন্যতা  নিদর্শন দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কখনও মাছ ধরতে গিয়ে, কখনও পথ ভুলে ভারতে ঢুকে পড়েছেন বাংলাদেশি নাগরিকরা। সব দিক খতিয়ে দেখে ফের তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করে বিএসএফ।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ