বাতাসে বিষাদের সুর, দর্শক শূন্য মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

  • আকাশে বাতাসে বিষাদের সুর
  • নবদ্বীপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
  • আদালতের নির্দেশে দর্শক শূন্য ছিল পুজো মণ্ডপ
  • করোনা সুরক্ষা বিধি মানতে সতর্ক ছিলেন উদ্যোক্তারা
     

Asianet News Bangla | Published : Oct 26, 2020 10:13 AM IST / Updated: Oct 26 2020, 03:46 PM IST

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-আজ বিজয়া দশমী। মা দুর্গার ঘরে ফেরার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। করোনাভাইরাসের আবহে দূর্গা মা যখন মর্তে ফিরে যাবেন, তাঁর আগে দেবী বরণ করে নিলেন বাঙালি মহিলারা। করোনা সুরক্ষা বিধি মেনে সিঁদুর খেলায় মাতলেন তাঁরা।

আরও পড়ুন-আবার ফিরে এসো মা, করোনা সংক্রমণ রোধে মাস্ক পরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

নদিয়ার নবদ্বীপের রামগোবিন্দ রোডের স্বামী বিবেকানন্দ ক্লাবের দুর্গাপুজো। অনান্য বছরের তুলনায় এবছর পুজো মণ্ডপে ভিড় ছিল না বললেই চলে। উচ্চ আদালতের নির্দেশ মেনে করোনা সুরক্ষায় যাবতীয় গাইড লাইন পালন করেছেন পুজো উদ্য়োক্তারা। পুজো প্যান্ডেল ছিল কার্যত দর্শক শূন্য। করোনা সতর্কতায় ঘরে বসেই পুজো উপলব্ধি করেছেন অনেকে।  

আরও পড়ুন-সঙ্কট বাড়ল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায়, নতুন করে ভেন্টিলেশনে দেওয়ার ভাবনা

দশমীর দিন সকালে দুর্গা প্রতিমাকে বরণ করেন পুরোহিত। তারপর, হাইকোর্টের নির্দেশ মেনে মা দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ালেন। এরপরই রীতি মেনে শুরু হয় সিঁদুর খেলা। নাকাশিপাড়া ব্লকের ধর্মদা যুব সংঘ ক্লাবের সদস্য এবং গৃহবধূরা সিঁদুর খেলায় অংশ নিলেন। বিদায় কালে মা দুর্গার কাছে করোনা থেকে বিশ্ববাসীকে মুক্ত করার কামনা করেন মহিলারা। তবে করোনা বিধি মেনে বিজয়ার কোলাকুলি নয়, হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করলেন একে অপরকে।

Share this article
click me!