কুকুর মাটি সরাতেই যুবতীর দেহ, ভাটপাড়ায় লাশ ঘিরে উত্তেজনা

Published : Feb 26, 2020, 11:12 AM ISTUpdated : Feb 26, 2020, 11:15 AM IST
কুকুর মাটি সরাতেই যুবতীর দেহ, ভাটপাড়ায় লাশ ঘিরে উত্তেজনা

সংক্ষিপ্ত

এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগণার  ভাটপাড়ায়  একটি তালাবন্ধ বাড়ির পিছন থেকে মৃতদেহ   কুকুরে মাটি সরিয়ে কিছুটা অংশ বের করে ফেলে 

এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগণার  ভাটপাড়ায়।  মঙ্গলবার ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুর এ রাস্তার পাশে একটি তালাবন্ধ বাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। কুকুরে মাটি সরিয়ে কিছুটা অংশ বের করে ফেলে সেটা এলাকার লোক দেখতে পায়।

অমিত শাহের সঙ্গে আসতে পারেন নাড্ডা, কলকাতার কর্মীরাই শহিদ মিনারের সভায়

খুন করে কেউ মহিলাকে পুঁতে দিয়ে গেছে বুঝতে পেরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের মৃতদেহ নিয়ে যায় এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম আশা সাউ বয়স ২৫ । বাড়ি ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে। এই ঘটনায় মোহম্মদ সাদ্দাম নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। 

জ্বালানির ট্যাঙ্কে লিক সন্দেহ পাইলটের, কলকাতায় জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী বিমান

এলাকার মানুষের দাবি সাদ্দামের সাথে আশার একটা সম্পর্ক ছিল। যেখানে দেহটি পাওয়া যায় তার পাশেই সাদ্দামের আরেকটা বাড়ি আছে আর সেই বাড়ির পেছনেই এই দেহ লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের ও এলাকাবাসী র অনুমান, আশাকে ধর্ষণ করার পর খুন করে মাটিচাপা দিয়ে দিয়েছে সাদ্দাম। তবে এখনই কোনও সিদ্ধান্তে আসতে পারেনি  পুলিশ। অভিয়ুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

মোদীর ইচ্ছায় 'বাগড়া মমতার', টাকা থেকে বঞ্চিত ১০ লক্ষ কৃষক 

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির