সংক্ষিপ্ত

  • কলকাতায় জরুরি অবতরণ করল একটি বিমান 
  • গুয়াহাটিগামী ওই বিমানটিতে ছিলেন ১৮৩ জন যাত্রী 
  • বুধবার সকালে ফোন আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে  
  • জানানো হয়,ওই বিমানের জ্বালানিতে লিক রয়েছে  
     

কলকাতায় জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী এক বিমান। বুধবার সকালে বিমান অবতরণ করে। বিমানটিতে ছিলেন ১৮৩ জন যাত্রী। জানানো হয়, বিমানের জ্বালানিতে লিক রয়েছে বলে সন্দেহ হচ্ছে পাইলটের। সেই কারণেই  পাইলট কোনওরকম ঝুঁকি না নিয়ে  গুয়াহাটিগামী  বিমানটি জরুরি অবতরণ করেন কলকাতা বিমানবন্দরে।

আরও পড়ুন, উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে তাপমাত্রা


কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল ৬.১০ নাগাদ বেসরকারি সংস্থার উড়ান ৬৪৮০-এর পাইলটের থেকে ফোন আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। জানানো হয়, বিমানের জ্বালানিতে লিক রয়েছে বলে সন্দেহ হচ্ছে পাইলটের। তারপর আর কোনওরকম ঝুঁকি না-নিয়ে ১৮৩ জন যাত্রীর গুয়াহাটিগামী  বিমানটির জরুরি অবতরণ করতে চান পাইলট।

আরও পড়ুন, কেটে গেল জট, ১ মার্চ শহিদ মিনারে সভা অমিত শাহের

সূত্রে খবর, এরপর বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের ব্যবস্থা করা হয়। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমানটির পরীক্ষা-নীরিক্ষা শুরু করেন আধিকারিকরা। পরীক্ষার পর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের জ্বালানিতে কোনও লিক নেই। লিক রয়েছে জলের ট্যাংকে। তা সারানোর কাজ চলছে। অপরদিকে, বিমানে যে ১৮৩জন যাত্রী ছিলেন তাঁরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন। সমস্যা কাটলে বিমানটি ফের গন্তব্যের দিকে রওনা দেবে।

আরও পড়ুন, পুলকার দুর্ঘটনা কেড়েছে সন্তানকে, ঋষভের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর