সুন্দরবনে ফের বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু, বরাতজোরে রক্ষা পেলেন মৃতের সঙ্গী

  • প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে দিয়েছিলে নদীতে
  • আর বাড়ি ফেরা হল না মৎস্যজীবীর
  • সুন্দরবনে বাঘের হানায় প্রাণ হারালেন তিনি
  • কোনওরকমে পালিয়ে বেঁচেছেন আরও একজন
     

Asianet News Bangla | Published : Jun 5, 2020 8:51 AM IST / Updated: Jun 05 2020, 02:47 PM IST

পেট যে বড় বালাই! প্রাণের ঝুঁকি নিয়েই মাছ ধরতে গিয়েছিলেন নদীতে, আর বাড়ি ফেরা হল না। সুন্দরবনে বাঘের হানায় ফের প্রাণ গেল এক মৎস্যজীবীর। কোনওরকমে পালিয়ে বেঁচেছেন তাঁর সঙ্গী। এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন: পারিবারিক বিবাদের 'মাশুল', পিসির বাড়িতে 'খুন' হয়ে গেল কিশোর

মৃতের নাম উদয় মণ্ডল। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সাতজেলিয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে জগ ঢালি নামে আরও এক মৎস্যজীবীকে নিয়ে সুন্দরবনের ভাইজোড়া খালের কাছে  মাছ ধরতে যান উদয়। কিন্ত বিপদ যে ওত পেতে বসে আছে, তা টের পাননি।

বনদপ্তর সূত্রে খবর, নৌকা থেকে জাল যখন নদীতে নামেন, তখন উদয় মণ্ডলের উপর ঝাঁপিয়ে একটি বাঘ! অপর মৎস্যজীবীর চোখের সামনেই তাঁকে তুলে নিয়ে চলে যায় দক্ষিণরায়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান মৃতের সঙ্গ জগ ঢালি। কোনওরকমে গ্রামে ফিরে গোটা ঘটনাটি জানান তিনি। এরপর খবর দেওয়া হয় সজনেখালিতে বনদপ্তরের অফিসে। নিহতের দেহ সন্ধানে তল্লাশি চলছে। শেষ খবর অনুযায়ী, এখনও দেহটি খুঁজে পাওয়া যায়নি। মাছ ধরতে গিয়ে যিনি বাঘের হানার প্রাণ হারালেন, তাঁর কাছে সুন্দরবনে মাছ ধরার বৈধ অনুমতিপত্র ছিল কি  ? খতিয়ে দেখছে বনদপ্তর। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্য়ুতে শোকের ছায়া নেমেছে পরিবারের।

আরও পড়ুন: হাতির মৃত্যুর প্রতিবাদে এ রাজ্যে মোমবাতি মিছিল, পথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

উল্লেখ্য, গত কয়েক মাস আগে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক মৎস্যজীবী। সঙ্গীরা জানিয়েছিলেন, স্থানীয় ঝিলার ৫ নম্বর জঙ্গলে কাঁকড়া ধরার সময়ে ওই মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে টেনে গিয়েছে বাঘ।  

Share this article
click me!