
আমতাকাণ্ডে (Amta Issue) ২৪ ঘন্টার (24 Hours) বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অধরা রয়েছে দুষ্কৃতীরা। মৃত ছেলের খুনিদের (Murderer) শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে তার পরিবারের সদস্যরা (Family)। পুলিশ প্রশাসনের দিকে সরাসরি অভিযোগ করে মৃতের পরিবার। তাদের অভিযোগ পুলিশ আদৌ কিছু করছে না। বাড়িতে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করেনি আমতা থানা এমনটাই অভিযোগ তার পরিবারের। এখনো কোনোরকম তদন্ত বা জিজ্ঞাসাবাদ করার জন্য এলাকাতেও আসেনি আমতা থানার পুলিশ।
আনিশের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানায় তার পিতা। তিনি বলেন পুলিশ প্রশাসন কিছুই করছে না। আর তার ছেলেকে বাড়িতে ঢুকে হত্যা করা হল, যারা মারলো তাদের গায়েও পুলিশের পোশাকই ছিল। তাই তারা ভরসা করতে পারছেন না পুলিশের উপরে। যারা তার ছেলেকে মেরেছে তারা আর কি তদন্ত করবে। অবিলম্বে তার ছেলের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। পাশাপাশি এদিন পরিবারের তরফ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপরে বিস্ফোরক অভিযোগ আনে আনিশের পরিবার। তাদের অভিযোগ আনিশকে স্থানীয় তৃণমূলের নেতারা তাকে মারধর করার ও হাত, পা ভেঙে দেওয়ার হুমকি দেয়।
আনিশ হত্যার ২৪ ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনো তদন্ত শুরু করেনি পুলিশ এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাদের আরও অভিযোগ ঘটনাস্থলও আলাদা করে সুরক্ষিত রাখার কোনো ব্যবস্থা করেনি পুলিশ। এতে ঘটনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আজকে বেলার দিকে পুলিশের একটি টিম আনিশের বাড়ি এলাকাতে এলে তাদের ঘিরে প্রতিবাদ জানায় স্থানীয়রা। তাদের বিরুদ্ধে স্লোগান দেয় বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তাদের দাবি অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার করার ব্যবস্থা করুক পুলিশ।
ঘটনার দেড় দিন পরে রবিবার বেলার দিকে গ্রামে ঢোকে ফরেন্সিক টিম। তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করে তারা। সেদিন রাতে কিভাবে ঘটনাটি ঘটেছিল তার পুনরাবৃত্তি করে দেখেন। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন ঠিক কি কি ঘটেছিলো ওই দিন রাত্রে তাও বোঝার চেষ্টা করে ফরেন্সিক টিম। যদিও তদন্তের স্বার্থে সম্পুর্ন মুখে কুলুপ এঁটেছে হাওড়া গ্রামীন পুলিশ।
এদিকে, এদিন ছাত্রনেতা আনিশ খানের হত্যা এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমতার কলতলা মোড় থেকে মিছিল করে আমতা থানার দিকে যাত্রা করে এস এফ আইয়ের কর্মীরা। পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলেই দাবি ছাত্রদের। তাদের অভিযোগ পুলিশ সব কিছু জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমতা থানা ঘেরাও অভিযান করে তারা। আমতা থানার কয়েক শো মিটার আগেই ব্যারিকেড করে এস এফ আই কর্মীদের রাস্তা আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ছাত্ররা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এরপর তারা ওখানেই বসে পড়ে। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ আনিশ হত্যার দুষ্কৃতীদের আড়াল করতে চাইছে পুলিশ।