রঙ মিস্ত্রি থেকে কোটিপতি, রাতারাতি ভাগ্য ফেরাল এই লটারির টিকিট

একটি মাত্র লটারির টিকিটেই দিন দরিদ্র থেকে রাতারাতি কোটিপতি হলেন শিলিগুড়ির বাসিন্দা। পেশেয় ছিলেন  সাধারণ একজন রঙ মিস্ত্রি। একটি লটারির টিকিট তাঁর ভাগ্য ফিরিয়ে দিল। সংসারের অভাব অনটন ঘুচে যাবে বলেও মনে করছেন তিনি। সুখে শান্তিতে জীবন কাটবে - এমনটাই মনে করছেন তিনি। 

Saborni Mitra | Published : Jul 25, 2022 6:18 PM IST

একটি মাত্র লটারির টিকিটেই দিন দরিদ্র থেকে রাতারাতি কোটিপতি হলেন শিলিগুড়ির বাসিন্দা। পেশেয় ছিলেন  সাধারণ একজন রঙ মিস্ত্রি। একটি লটারির টিকিট তাঁর ভাগ্য ফিরিয়ে দিল। সংসারের অভাব অনটন ঘুচে যাবে বলেও মনে করছেন তিনি। সুখে শান্তিতে জীবন কাটবে - এমনটাই মনে করছেন তিনি। 

তিনি হলেন শিলিগুড়ির চম্পাসারী গ্রাম পঞ্চায়েতের সমরনগরের গঙ্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা। মাত্র ১২০ টাকায় ডিয়ার লোটারির টিকিট কিনেছিলে। মনের কোনায় একটা ছোট্ট আশা ছিল। স্বপ্নও দেখেছিলেন লটারি জেতার। কিন্তু তা যে এমনভাবে বাস্তব হয়ে যাবে তা অবশ্য ভাবেননি।  ১ কোটি টাকার পুরুষ্কার জিতেছেন তিনি। 

Latest Videos

রবিবার রঙ মিস্ত্রি ইশ্বর সরকার সকালে ১২০ টাকার টিকিট কিনেছিলেন। টিকিট কিনে নিজের রঙের কাজে বেরিয়ে যায়। দুপুর দেড়টার দিকে তার এক বন্ধু তাঁকে কোটি টাকা জেতার সুখবরটি তাকে দেয়। খবর শুনে প্রথমে বিশ্বাস করতেই চায় নি। খবর শুনে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে রেজাল্টের সাথে টিকিট মিলাতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। কিছু সময়ের জন্য কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন তিনি।ধীরে ধীরে খুশিতে ঝলমল হয়ে উঠে তার চেহেরা।

 কোটি টাকার পুরস্কার পাওয়াতে ইশ্বরের বাড়িতে আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা ভিড় করে শুভেচ্ছা বার্তা জানান। ইশ্বর সরকার  জনান, ছোট বেলা থেকেই পরিবারের হাল টানতে রঙ মিস্ত্রির কাজে যোগ দেন। গত বছর প্রথম লটারি টিকিট কাটাতেই ৯০,০০০ টাকা পেয়েছিলেন।ব্যাস, তখন থেকেই প্রতি সপ্তাহে প্রায় ৪০০ টাকার টিকিট কাটতেন তিনি। এইবার উপরওয়ালার কৃপাতে কোটি টাকার পুরুষ্কার পেয়ে ছোট দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু করতে চান বলে জানালেন উনি।

'কাকার এই একটি জিনিস আমার ভাল লাগেনি', রাজেশ খান্না সম্পর্কে একি কথা বললেন শর্মিলা ঠাকুর

কেমন মানুষ আপনি- তা বলবে আপনার কপাল, জেনে নিন কপাল দেখার নিয়মগুলি

পার্থ চট্টোপাধ্যায়ের রাত কাটবে ভূবনেশ্বর AIIMSএ, ১০ দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ আদালতের

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP