করোনার চোখরাঙানিতে তুলিতে জমেছে ধুলো, প্যান্ডেল তৈরির জন্য চাতকের প্রতীক্ষা থিম মেকারদের

২০২০ সালে করোনা আবহের জন্য দূর্গাপুজোতে ডাক পড়েনি থিম মেকারদের। এবছরও একই অবস্থা। তাই সমস্যায় পড়েছেন থিম মেকাররা। 

Parna Sengupta | Published : Jul 27, 2021 6:08 AM IST

প্রায় দু বছর তুলিতে পড়েনি হাত। নিজেদের হাতে তৈরি থিমের জিনিসগুলোতে জন্মে গেছে আগাছা। ২০২০ সালে করোনা আবহের জন্য দূর্গাপুজোতে ডাক পড়েনি থিম মেকারদের। এবছরও একই অবস্থা। তাই সমস্যায় পড়েছেন থিম মেকাররা। 

মহিষাদলের তাজপুর গ্রামের বাসিন্দা থিম মেকার রঘুনাথ জানা প্রতি বছর পূর্ব মেদিনীপুর জেলার জেলার পাশাপাশি বিভিন্ন জেলাতে দূর্গাপুজোর সময় থিমের প্যান্ডেল করতেন। কিন্তু ২০২০ সালে করোনা আবহে জেলাতে একটি মাত্র কম বাজেটের থিমের প্যান্ডেলের কাজ করেছিলেন। কিন্তু এবছর পুজোর সময়ে তৃতীয় ঢেউ এর প্রভাব থাকবে, তাই পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা হলেও ফাইনাল হয়নি কোনো কিছু। 

আদৌও বায়না পাবেন কিনা, তা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন জেলার থিম মেকাররা। এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীরা এক বছর অপেক্ষা করে পুজোর সময় বায়না করেন। তারপরেই দুটো পয়সার মুখ দেখতে পান তাঁরা। কিন্তু এই দু বছর করোনা আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে।

Share this article
click me!