প্রায় ৯ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ৭

Published : Mar 20, 2020, 06:00 PM IST
প্রায় ৯ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ৭

সংক্ষিপ্ত

  ফের অভিনব  উপায়ে সোনা পাচার   সোনার বিস্কুট-বার সহ গ্রেফতার ৭জন যার আনুমানিক মূল্য় প্রায় ৯ কোটি টাকা   ধৃতদের  বনগাঁ আদালতে তোলা হয়েছে 


ফের অভিনব  উপায়ে সোনা পাচার।  সোনার বিস্কুট ও বার নিয়ে এসে  ধরা পড়ল মোট ৭জন। বিএসএফ-র দাবি, তাঁদের চোখে ধুলো দেওয়ার এ একেবারে নতুন পদ্ধতি। তবে এত চেষ্টা সত্ত্বেও অবশ্য শেষরক্ষা হয়নি।তল্লাশিতে বেরিয়ে পড়ে বিপুল পরিমান লুকোনো সোনা। এরপরেই গ্রেফতার করা হয় ওই  ৭জনকে। 

আরও পড়ুন, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগালো স্বামী, প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ গৃহবধূর

সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কলকাতা শাখার  আধিকারীকদের যৌথ অভিযানে উদ্ধার করা হল বিপুল পরিমান সোনা ৷ সূত্রের খবর উদ্ধার হওয়া সোনার বাজার দর আনুমানিক আট কোটি চুয়াত্তর লক্ষ উনসত্তর হাজার টাকা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযানে বনগাঁ ঘোনার মাঠ এলাকা থেকে মোট ২১ কেজি ১১গ্রাম সোনা উদ্ধার হয় বলে সুত্র মারফত জানা গেছে ৷ সোনাগুলি বার ও বিস্কুটের আকারে পাওয়া গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। 

আরও পড়ুন, করোনা টুঁটি টিপে ধরার আগেই মমতার পদক্ষেপ, রাতারাতি বাড়ছে আইসোলেশন বেডের সংখ্যা

 জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে সোনা উদ্ধার করার পাশাপাশি, ২ লক্ষ ৬৫হাজার ৫৮০ বাংলাদেশি টাকাও উদ্ধার করেছে বিএসএফ৷ ধৃতদের শুক্রবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷

আরও পড়ুন, করোনা মোকাবিলায় স্টেট রিলিফ এমার্জেন্সি ফান্ড গঠন মুখ্যমন্ত্রীর, হাজিরা কমানোর আবেদন বেসরকারি সংস্থা

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি