অনাথ প্রেমিকা বিয়ের চাপ দিতেই বেঁকে বসল যুবক, ডিজে বাজিয়ে মন্দিরে চার হাত এক করল পুলিশ

 

 ফের মানবিক পুলিশ মালদহে। অনাথ প্রেমিকাকে করে বিয়ে করতে নারাজ যুবকের সঙ্গে ডিজে বাজিয়ে মন্দিরে অভিভাবক হিসেবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।  

মালদহ-তনুজ জৈনঃ- ফের মানবিক পুলিশ মালদহে। অনাথ প্রেমিকাকে করে বিয়ে করতে নারাজ যুবকের সঙ্গে ডিজে বাজিয়ে মন্দিরে অভিভাবক হিসেবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police)। এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা-মায়ের ভূমিকা পালন করল পুলিশ আধিকারিকরা। বাবা-মা হীন প্রেমিকার সঙ্গে এলাকার এক যুবকের দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক।  কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপরই পুলিশের প্রচেষ্টায় রীতিমতো ডিজে বাজিয়ে ওই পিতা-মাতাহীন যুবতীর সঙ্গে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনটাই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে কুমেদপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে ওই যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তেইশের সোনা দেবী সিংয়ের  বাড়ি কাঠিয়ার জেলায়। অন্যদিকে, বছর পঁচিশের শঙ্কর সাহানী নামে অভিযুক্ত যুবকের বাড়ি দ্বারভাঙ্গা জেলাতে। দুজনে একটি কুমেদপুর এলাকার মাখনার ফড়িতে কাজ করতো। সোনা দেবি সিং নামে যুবতীটি দীর্ঘদিন আগে তার বাবা মাকে হারিয়েছে। ওই মখনার ফড়িতে কাজ করতে করতেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ওই যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি ও দেয়। এই ঘটনার কথা এলাকার সমস্ত লোকই জানতো। কিন্তু ওই যুবতী শঙ্কর সাহানী কে বিয়ের জন্য চাপ দিয়ে থাকলে অভিযুক্ত যুবক সোনা দেবীকে বিয়ে করতে অস্বীকার করে। আগামী জীবনের কথা ভেবে অসহায় হয়ে যায় ওই যুবতী।এরপরই সোনা দেবি সিং কুমেদপুর ফাড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হয়। সেখানে যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপরই হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিক দের উদ্যোগে থানা প্রাঙ্গণে গড়ে তোলা হয় বিয়ের মন্ডপ। আনা হয় ডিজে ব্যান্ড পার্টি। এরপরে রীতিমতো মালাবদল করে থানা প্রাঙ্গণে আধিকারিকদের সহায়তায় ওই অনাথ যুবতীর বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপরে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু মতে ভগবানকে সাক্ষী করে বিয়ে দেওয়া হয়। আর এই নজিরবিহীন ঘটনার ফলে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Latest Videos

আরও পড়ুন, রাজ্যে পুনরায় স্কুল খোলার দিনেই মিলল নিখোঁজ ছাত্রের দেহ জয়নগরে, হাত বাঁধা কেন, তদন্তে পুলিশ

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান যুবতী থানায় এসেছিল কানতে কানতে, যুবতীর বাবা-মা কেউ নেই, পুরো ঘটনা শোনার পর যুবককে উঠিয়ে নিয়ে আসা হয়, যুবক পুরো ঘটনার কথা স্বীকার করে নেয় যুবক, তারপরেই থানার উদ্যোগে অনাথ যুবতীর বিয়ের ব্যবস্থা করা হয় পুলিশের তরফে।স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন,'ছেলেটি এবং মেয়েটি অনেক দিন ধরে প্রেম করতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করতে রাজি হলেও পরে ছেলেটি বিয়ে করছিল না। মেয়েটির মা ,বাবা নেই। পুলিশ যেভাবে সমস্যার সমাধান করল তা প্রশংসনীয়।স্থানীয় বাসিন্দা সামিউল আক্তার বলেন,' ছেলেটি মেয়েটির সঙ্গে প্রেম করতো। কিন্তু ছেলেটি বিয়ে করতে চাইছিল না। তাই মেয়েটি পুলিশকে জানায়। পুলিশ সব ঘটনার তদন্ত করে তাঁদের বিয়ে দেয়।' আইনের রক্ষক পুলিশকে সাধারণত সবাই ভয় করে চলে।কিন্তু এক্ষেত্রে দেখা গেল পুলিশকে অন্য ভূমিকায়। অভিভাবক রূপ পুলিশের। একটি সম্পর্ককে বৈবাহিক রূপ দিল পুলিশ নিজে দাঁড়িয়ে। স্বভাবতই তাই খুশি এলাকাবাসী।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today