"এক হাজার ছেলে ঢুকিয়ে কুকুরের মতো মারব", হুমকি দিয়ে বিতর্কে ভারতী

  • কেশপুরে তৃণমূল কর্মীদের শাসালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ
  • উত্তর প্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকানোর হুমকি
  • ভারতীকে পাল্টা জবাব মমতার
  • বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

ভোট প্রচারে গিয়ে ফের বিতর্কে বিজেপি প্রার্থী এবং প্রাক্তন আইপিএস অফি  সার ভারতী ঘোষI বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগে কয়েকজন তৃণমূল কর্মীকে পাল্টা হুমকি দিলেন ভারতীI হুঁশিয়ারি দিলেন ভোটের পরে খুঁজে খুঁজে কুকুরের মতো তাঁদের মারা হবেI উত্তর প্রদেশ থেকে এক হাজার ছেলে নিয়ে আসারও হুমকি দেন ঘাটালের বিজেপি প্রার্থীI

ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুরেI সেখানে তৃণমূল কর্মীরা স্থানীয় বিজেপি কর্মী- সমর্থকদের ভয় দেখাচ্ছিল বলে অভিযোগI সেই খবর পেয়ে শনিবার সেখানে যান ভারতীI এর পরেই গ্রামের তৃণমূল কর্মীদের সামনে পেয়ে তাঁদের সতর্ক করতে গিয়ে এই হুমকি দেন তিনিI ভারতীকে বলতে শোনা যায়, "ভোটের পরেও এক বছর ধরে খুঁজে খুঁজে মারব. টেনে টেনে বাড়ি থেকে বের করে আনব, উত্তর প্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব, কিছু করতে পারবি না. খুঁজে পাওয়া যাবে না তোদেরকেI" এর পরেই শাসানির সুরে তিনি অভিযুক্তদের বাড়ি চলে যেতে বলেনI অভিযুক্তদের ঘরে তালা মেরে দেওয়ার নির্দেশও দিতে শোনা যায় প্রাক্তন এই আইপিএস অফিসারকেI

Latest Videos

ভিডিও-র পরের অংশেই ভারতীকে বলতে শোনা গিয়েছে, "ভয় দেখাচ্ছে ভোট করতে দেবে না বলছে, টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারবI"

 

 

ভোট প্রচারে বেরিয়ে অবশ্য আগেই বিতর্কে জড়িয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থীI কয়েকদিন আগেই পুলিশ অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতীর বিরুদ্ধেI

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতীর ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূলI শনিবারই ঘাটালে দেবের সমর্থনে পদযাত্রা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীর উদ্দেশে বলেন, "মুখ খোলাবেন না, পুলিশ অফিসার থাকার সময় আপনি আমায় কী কী এসএমএস পাঠিয়েছেন সেগুলো বের করে দেখালে এমনিই আর কিছু করতে হবে নাI আমরা ভদ্র বলে আপনাকে এখনও গ্রেফতার করিনিI" পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই মন্তব্যের জন্য তারা নির্বাচন কমিশনের কাছে ভারতীর প্রার্থীপদ বাতিলের দাবি জানাবেনI ভারতীর সমালোচনা করেছেন তৃণমূল প্রার্থী দেবওI

তবে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য ভারতীর পাশেই দাঁড়িয়েছেনI তিনি বলেন, "কেউ যদি ওনার গাড়ি আটকায়, হুমকি দেয়, তাহলে কি উনি তাদের মিষ্টি খাওয়াবেন?"

Share this article
click me!

Latest Videos

Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report