জয় শ্রীরাম শুনেই ক্ষুব্ধ মমতা, থামালেন গাড়ি, তৃণমূলের দাবি ভুয়ো ভিডিও

  • মমতাকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান
  • গাড়ি থামালেন ক্ষুব্ধ মমতা
  • সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভিডিও
  • বিকৃত ভিডিও, দাবি তৃণমূলের

debojyoti AN | Published : May 5, 2019 4:10 AM IST

জয় শ্রীরাম. এই এক স্লোগানেই থেমে গেল তৃণমূল নেত্রীর গাড়িI এসইউভি থেকে সটান নেমে এলেন দৃশ্যত ক্ষুব্ধ মমতাI নজিরবিহীন এই দৃশ্যের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনI 

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলের চন্দ্রকোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরুর আগেI যে ভিডিও ঘটননার অল্প কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়I  বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেসওI রাজ্যের শাসক দলের অভিযোগ, "বিকৃত ভিডিও দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপিI"  যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট বাংলাI

ঠিক কী দেখা গিয়েছে এই বিতর্কিত ভিডিওটিতে? বিভিন্ন সূত্র মারফত খবর, শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা টাউনে আরামবাগ এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেI মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় রাস্তার দু' পাশে ভিড় করেছিলেন প্রচুর মানুষI ভিড় থেকে গাড়ির গতি কমিয়ে দেন মুখ্যমন্ত্রীI তখনই আচমকা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয়I

 

 

সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে নেমে আসেন মমতাI রাস্তায় নেমে যেখান থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, সেদিকে চলে যান তিনিI ততক্ষণে অবশ্য যাঁরা স্লোগান দিয়েছিলেন, তাঁরা জায়গা থেকে চম্পট দিয়েছেনI ক্ষুব্ধ মমতাকে বলতে শোনা যায়, "কীরে পালাচ্ছিস কেন? আয়, আয়! হরিদাস সব!" প্রসঙ্গত যে এলাকায় এই ঘটনা ঘটে, সেখানে রাস্তার পাশে বিজেপি-র পতাকাও ভিডিও-তে দেখা গিয়েছেI

কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েI মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি-র অনেক নেতা, সমর্থকI ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেসওI টুইট করে দলের তরফ থেকে বলা হয়, " বিজেপি মরিয়া হয়ে গিয়েছেI একটি বিকৃত ভিডিও নিয়ে ওরা মিথ্যে প্রচার করছেI কারণ ওরা একমাত্র এই কাজটাই ভাল করতে পারেI মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করেছেI বিজেপি এটাও ভাল করে জানেI আগামী তেইশে মে-র পরে ওদের লুকনোর জায়গা থাকবে নাI"

ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য বারবারই বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছেন মমতাI পাল্টা বিজেপি হিন্দু ভোট একত্রিত করার লক্ষ্যে মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছেI কিন্তু সাম্প্রতিক সময়ে এভাবে সরাসরি মমতাকে লক্ষ্য করে সরাসরি স্লোগান ছুড়ে দেওয়ার ঘটনা এককথায় বেনজিরI ভোট প্রচারে এই ভিডিওকে যে মমতার বিরুদ্ধে বিজেপি হাতিয়ার করবে, তা বলার অপেক্ষা রাখে নাI
 

Share this article
click me!