হঠাৎ পাহাড় ভেঙে রাস্তায়, দার্জিলিংয়ে ধসে বিচ্ছিন্ন এলাকা

  • হঠাৎ পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর, মাটি
  •  অল্পের জন্য় রক্ষা পেল পর্যটক বোঝাই গাড়ি
  •  রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই ভূমি ধস
  • জনবিচ্ছিন্ন দার্জিলিংয়ের রিংভিক অঞ্চলে 

Asianet News Bangla | Published : Jun 28, 2020 7:02 PM IST

হঠাৎ পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর, মাটি। অল্পের জন্য় রক্ষা পেল পর্যটক বোঝাই গাড়ি। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই ভূমি ধস দেখা যায় দার্জিলিংয়ের রিংভিক অঞ্চলে। নিমেষেই বন্ধ হয়ে যায় একটা রাস্তা। তাড়াতাড়ি গাড়ি পিছনে সরাতে থাকেন পর্য়টক সহ এলাকার মানুষজন।

এক পর্যটকের তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, নতুন গড়া রাস্তায় ধস নামায় ভেঙে যায় সড়ক। ধসের মাটি পাথর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে নামতে থাকে। যা দেখে ভয় পেয়ে যান পর্যটকরা। যদিও এলাকার বাসিন্দাদের কাছে এই ঘটনা নতুন কিছু নয়। বৃষ্টি নামার পর পাহাড়ে ধস নামটাই স্বাভাবিক।   

তবে জানা গিয়েছে, এদিনের ধসে কোনও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। যানবাহন বা ধসে কোনও বাসস্থানের ক্ষতি হয়নি। তবে রাস্তা স্বাবাভিক হতে সময় লাগবে। যুদ্ধকালীন তৎপড়তায় কাজ শুরু করেছে প্রশাসন। সূত্রের খবর, ভূমি ধসের ফলে রিংসফিকের নতুন একটি রাস্তার ক্ষতি হয়েছে। যেই সড়ক নির্মাণে খরচ পড়েছিল আনুমানিক ২০ কোটি টাকা।

Share this article
click me!