চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দিঘা-মন্দারমণি উপকূলে জারি করা হল সতর্কতা

সপ্তাহান্তে ছুটির আনন্দ ভেস্তে দিল দুর্যোগের ভ্রুকুটি। পরপর ৩ তিন ছুটি থাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল অনেকেরই। কিন্তু বাংলার উপকূলে অবস্থিত নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দিঘা-মন্দারমণি উপকূলবর্তী অঞ্চলে। জারি হয়েছে সতর্কতাও।
 

Ishanee Dhar | Published : Aug 14, 2022 1:36 PM IST

সপ্তাহান্তে ছুটির আনন্দ ভেস্তে দিল দুর্যোগের ভ্রুকুটি। পরপর ৩ তিন ছুটি থাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল অনেকেরই। কিন্তু বাংলার উপকূলে অবস্থিত নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দিঘা-মন্দারমণি উপকূলবর্তী অঞ্চলে। জারি হয়েছে সতর্কতাও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে রবিবার রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিঘা-মন্দারমণিতে। পাশাপাশি বাড়বে হাওয়ার গতিবেগও। সোমবার স্বাধীনতা দিবসের দিনও দূর্যোগমুক্ত হবে না উপকূল। এদিন ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি চলবে ভারী থেকে মাঝারি বৃষ্টিও।যে কোনও রকমের অপ্রিতিকর ঘটনা এড়াতে কড়া সতর্কতা জারি করা হল সমুদ্র সৈকতে। 

আরও পড়ুনদিঘার হোটেলঘরে মহিলা নিয়ে তৃণমূল নেতাদের ফূর্তি!, ভাইরাল ছবিতে কাঁপছে ইন্টারনেট 


রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ছুটির দিনে দফায় দফায় বৃষ্টিতে ভিজল শহর। পাশাপাশি উপকূল্বর্তী অঞ্চলেও এই দিন ভারী বৃষ্টি জারি থাকল। স্বাধীনতা দিবসের দিনও দূর্যোগ কাটবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। কারণ বাংলার উপকূলে অবস্থিত নিম্নচাপের দূরত্ব দিঘা থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। রবিবার এই নিম্নচাপের দিঘার গা ঘেঁষে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করার কথা। 
দিঘা-মন্দারমণি ছাড়াও নিম্নচাপের প্রভাব পড়বে সাগরেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুনসৈকত শহরে প্রাণহানি, হোটেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল পর্যটকের

Share this article
click me!