Hooghly Municipal Election 2022 Live: হুগলিতে ১১টি পুরসভায় নির্বাচন, ভোটের আগে রইল বিভিন্ন অঞ্চলের হাল হাকিকত

হুগলিতে ১১টি পুরসভায় নির্বাচন। ভোট হবে আরামবাগ মিউনিসিপালিটি (Arambagh Municipality), চুঁচুরা মিউনিসিপালিটি (Chuchura Municipality) , বাঁশবেরিয়া মিউনিসিপালিটি (Bansberia Municipality), উত্তরপাড়া কোতরং মিউনিসিপালিটি (Uttarpara Kotrunga Municipality), কোন্নগর মিউনিসিপালিটি (Konnagar Municipality), শ্রীরামপুর মিউনিসিপালিটি (Srirampur Municipality), বৈদ্যবাটি মিউনিসিপালিটি (Baidyabatia Municipality), রিষরা মিউনিসিপালিটি (Rishra Municipality), ডানকুনি মিউনিসিপালিটি (Dankuni Municipality), তারকেশ্বর মিউনিসিপালিটি (Tarakeswar Municipality), চাঁপদানি মিউনিসিপালিটি (Champdany Municipality)। 

১০৮টি পুরসভায় (Municipal Election) ভোট সম্পন্ন হবে। তার আগে আজ জোড় কদমে চলছে প্রস্তুতি। নিরাপত্তার এতটুকুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। রবিবার ২৭ ফেব্রুয়ারি হুগলি জেলায় পুরসভা নির্বাচন সম্পন্ন হবে। ভোট হবে আরামবাগ মিউনিসিপালিটি (Arambagh Municipality), চুঁচুরা মিউনিসিপালিটি (Chuchura Municipality) , বাঁশবেরিয়া মিউনিসিপালিটি (Bansberia Municipality), উত্তরপাড়া কোতরং মিউনিসিপালিটি (Uttarpara Kotrunga Municipality), কোন্নগর মিউনিসিপালিটি (Konnagar Municipality), শ্রীরামপুর মিউনিসিপালিটি (Srirampur Municipality), বৈদ্যবাটি মিউনিসিপালিটি (Baidyabatia Municipality), রিষরা মিউনিসিপালিটি (Rishra Municipality), ডানকুনি মিউনিসিপালিটি (Dankuni Municipality), তারকেশ্বর মিউনিসিপালিটি (Tarakeswar Municipality), চাঁপদানি মিউনিসিপালিটি (Champdany Municipality)। 

আরামবাগ মিউনিসিপালিটি (Arambagh Municipality) ১১৭.২ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এই আরামবাগ পৌসরভা। আরামবাগ পৌরসভার এক্তিয়ারভুক্ত পৌর এলাকার আয়তন ১১৭.২০ বর্গ কিমি। ২০১১ সালের জন গণনা অনুসারে এখানে ৬৬,১৭৫ জন লোকজন বাস করে। এখানে ১৯টি ওয়ার্ডে ভোট হবে।

Latest Videos

চুঁচুড়া পৌরসভা (Chuchura Municipality)  ১৮৬৫ সালে তৈরি হয়। এটি ১৫৭ বছরের পুরনো মিউনিসিপালিটি।  পৌর এলাকার আয়তন ১৭.২০ বর্গ কিলোমিটার। ২০১১ সালের জনগণনা অনুসারে এখানে ১৭৭,৮৩৩ জন বাস করে। এখানে ৩০টি ওয়ার্ডে ভোট হবে। 


বাঁশবেড়িয়া পৌরসভা (Bansberia Municipality) ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ৯.০৭২ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত এই অঞ্চল। ১০৩,৭৯৯ জন বাস করে এই অঞ্চলে। বছর এখানে ২২ ওয়ার্ডে ভোট হবে।

উত্তরপাড়া কোতরং পৌরসভা (Uttarpara Kotrunga Municipality) প্রতিষ্ঠিত হয়েছে ১৮৫৩ সালে ১৪ এপ্রিল। এখানে ২৪টি ওয়ার্ডে ভোট হবে। ১১.৭৫ বর্গ কিলোমিটার অঞ্চল এই পৌরসভার অন্তর্গত। 

কোন্নগর মিউনিসিপালিটি (Konnagar Municipality) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।  এখানে ২০ ওয়ার্ডে ভোট হবে। ৪.৬৭ বর্গ কিলোমিটার অঞ্চল পড়ছে এই পৌরসভার ভিতর। 

শ্রীরামপুর মিউনিসিপালিটি (Srirampur Municipality) প্রতিষ্ঠিত হয় ১৮৬৫। ২৯টি ওয়ার্ডে ভোট হবে এই অঞ্চলে। এই অঞ্চলে জন সংখ্যা প্রায় ১৮৩,৩৩৯।  

বৈদ্যবাটি মিউনিসিপালিটি (Baidyabatia Municipality) প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। এবছর ২৩টি ওয়ার্ডে ভোট হবে এই পুরসভায়। এখানের জনসংখ্যা প্রায় ১২১,১১০। ১২.০৩ বর্গ কিলোমিটার অঞ্চল পড়ছে বৈদ্যবাটি মিউনিসিপালিটির অন্তগর্ত। 

রিষরা মিউনিসিপালিটি (Rishra Municipality) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। এবছর ২৩টি ওয়ার্ডে ভোট হবে এই অঞ্চলে। ৬.৪৮ বর্গকিলোমিটার অঞ্চল অন্তগর্ত এই পৌরসভার ভিতর। এখানের জনসংখ্যা প্রায় ১২২,০০০। 

ডানকুনি মিউনিসিপালিটি (Dankuni Municipality) ২১টি ওয়ার্ডে ভোট হবে এই বছর। ১৯.৫ বর্গ কিলোমিটার অঞ্চল অন্তর্ভূক্ত ডানকুনি পৌরসভায়। এখানের জনসংখ্যা প্রায় ৯৫,৯৬৬।   
তারকেশ্বর মিউনিসিপালিটি (Tarakeswar Municipality) প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। এবছর ১৫টি ওয়ার্ডে ভোট হবে এই অঞ্চলে। পৌর এলাকার আয়তন ৩.৮৮ বর্গকিলোমিটার। 

২২টি ওয়ার্ডে ভোট হবে চাঁপদানি মিউনিসিপালিটি (Champdany Municipality)তে।  ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় চাঁপদানি পৌরসভা। এই অঞ্চলের জন সংখ্যা ১১১,২৫১। পৌর এলাকার আয়তন ৬.৫৯ বর্গকিলোমিটার।  

আরও পড়ুন: Jalpaiguri Municipal Election 2022 Live: জলপাইগুড়ির পুরভোটে জোড় লড়াই শাসক-বিরোধীদের, কী চাইছে সাধারণ মানুষ

আরও পড়ুন: Uttar Dinajpur Municipal Election 2022 Live: একের পর এক প্রার্থী বদলের পর কোন পথে উত্তর দিনাজপুরের পুরভোট

আরও পড়ুন: Dakshin Dinajpur Municipal Election 2022 Live: নেই স্পর্শকাতর বুথ, কী পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর পুরভোটে

Share this article
click me!

Latest Videos

Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
'রাজ্যটা রোহিঙ্গা মুসলমান ও জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছে মমতা' | Suvendu Adhikari | BJP News | TMC
মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
ভয়াবহ আগুন কলেজের রুমে! আগুন নেভাতে মরিয়া দমকল ও স্থানীয়রা, আতঙ্ক Canning-এ | South 24 Parganas News
‘Mamata BSF-এর বিরুদ্ধে মানুষকে আক্রমণ করতে বলেন’ বিস্ফোরক Samik Bhattacharya, দেখুন কী বলছেন