উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত স্টপেজ লোকাল ট্রেনে, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত কয়েকটি স্টেশনে লোকাল ট্রেন স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের।রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam 2022) জন্য অতিরিক্ত কয়েকটি স্টেশনে লোকাল ট্রেন স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের।রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)।

শুক্রবার পূর্ব রেলের তরফ থেকে একটি নির্দেশিকাতে জানান হয় সিদ্ধান্তের কথা। নির্দেশিকা অনুযায়ী সকাল ৮ টা থেকে ১০ টা অব্দি এবং দুপুর ১:১৫ মিনিট থেকে ৩:১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট রুটের পলতা, জগদ্দল,কাকিনাড়া এবং পেয়ারাডাঙ্গা অতিরিক্ত স্টেশনগুলোতে লোকাল ট্রেন দাঁড়াবে। এছাড়া বারাসত-বনগাঁ রুটে সংহতি স্টেশনে ট্রেন দাঁড়াবে।  ০২/০৪/২০২২, ০৪/০৪/২০২২, ০৫/০৪/২০২২, ০৬/০৪/২০২২, ০৮/০৪/২০২২, ০৯/০৪/২০২২ ১১/০৪/২০২২, ১৩/০৪/২০২২, ১৮/০৪/২০২২, ২৫/০৪/২০২২ ও ২৬/০৪/২০২২ এই ১১ দিন উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে। ৩১৮১৯ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি লোকাল পলতা, জগদ্দল,কাকিনাড়া এবং পেয়ারাডাঙ্গা স্টেশনে দাঁড়াবে। সকাল ০৮:২৩ মিনিট, ০৮:৩২ মিনিট, ০৮:৪৩ মিনিট এবং ০৯:২৯ মিনিটে এই ট্রেনগুলো চলবে। দেখুন নীচে বিস্তারিত তালিকা রইল।

Latest Videos

আরও পড়ুন, 'রাষ্ট্রপতি শাসন চাই', বাংলার হিংসাকাণ্ডের কথা বলতে গিয়ে রাজ্যসভায় কেঁদে ফেললেন রূপা


৩১১১১ শিয়ালদহ – কাটোয়া লোকাল জগদ্দল এবং কাকিনাড়া স্টেশনে ০৮:৫৭ মিনিটে ও ০৯:০০ মিনিটে চলবে। 
০৪১৪০ রানাঘাট – শিয়ালদহ লোকাল কাকিনাড়া,জগদ্দল এবং পলতা স্টেশন থেকে ০৮:১৫ মিনিটে, ০৮:১৮ মিনিটে এবং ০৮:২৮ মিনিটে ছাড়বে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি  – শিয়ালদহ লোকাল জগদ্দল এবং পলতা স্টেশন থেকে ০৮:২৪ মিনিটে ও ০৮:৩৫ মিনিটে ছাড়বে।
৩১৯১৬ গেদে – শিয়ালদহ লোকাল কাকিনাড়া এবং জগদ্দল স্টেশনে ০৮:৫৬ মিনিট ও ০৯:০০ মিনিটে দাঁড়াবে। 
০৩১১৬ লালগোলা - শিয়ালদহ লোকাল কাকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে ০৯:০৮ মিনিট, ০৯:১১ মিনিট ও ০৯:১৭ মিনিটে দাঁড়াবে।
০৩১৫২০ শান্তিপুর -শিয়ালদহ লোকাল জগদ্দল স্টেশনে ০৯:৫৫ মিনিটে দাঁড়াবে। 

আরও পড়ুন, রামপুরহাটকাণ্ডে আর কাজ করবে না 'সিট', সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের


৩৩৩৬৩ বারাসত - বনগাঁ লোকাল শান্তিপুর হল্টে ৮:৫৭ মিনিটে দাঁড়াবে।
৩৩৩৬২ বনগাঁ -বারাসত লোকাল সংহতি হল্টে দাঁড়াবে ৯:৫৬ মিনিটে। 
০৩১৮৩ শিয়ালদহ-লালগোলা লোকাল পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়রাডাঙ্গা স্টেশনে ০১:১৩ মিনিট, ০১:২২ মিনিট, ০১:৩০ মিনিট, ০২:১৬ মিনিটে দাঁড়াবে। 
৩১৫২৩ শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে দাঁড়াবে ০১:৪৭ মিনিটে দাঁড়াবে।

আরও পড়ুন, রামপুরহাটে আসছে সেন্ট্রাল ফরেনসিক টিম, নমুনা সংগ্রহ করা হবে আজই


০৩১৯৪ কলকাতা-লালগোলা লোকাল পলতা,জগদ্দল ও কাকিনাড়া স্টেশনে ০২:৪৩ মিনিট, ০২:৫২ মিনিট ও ০২:৫৪ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৪ কৃষ্ণগর সিটি - শিয়ালদহ লোকাল জগদ্দল স্টেশনে ০১:২৩ মিনিটে দাঁড়াবে। 
০৩১৯০ লালগোলা  – শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা, কাকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে ০১:২৩ মিনিট, ২:১১ মিনিট, ০২:১৩ মিনিট এবং ০২:২২ মিনিটে দাঁড়াবে। 
০৩১৯৬ লালগোলা – শিয়ালদহ কাকিনাড়া, জগদ্দল,পলতা ০৩:০৯ মিনিট, ০৩:১১ মিনিট এবং ০৩:২০ মিনিটে দাঁড়াবে। 
৩১৮২৮  কৃষ্ণনগর সিটি – শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা স্টেশনে দুপুর ২:৫১ মিনিটে দাঁড়াবে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari