ব্যান্ডেল স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৩ মহিলা

  •  গাঁজা সমেত ৩ মহিলাকে গ্রেফতার করা হল জিআরপি  
  • উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা  
  •  গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ অভিযুক্তদের ধরে ফেলে 
  •  বুধবার ওই তিন মহিলাকে  চুচূড়া কোর্টে পাঠানো হয়েছে  
     


বিপুল পরিমাণ গাঁজা সমেত তিন মহিলাকে গ্রেফতার করলো ব্যান্ডেল জিআরপি। গতকাল বিকেলে ব্যান্ডেল স্টেশনের এক , দুই নম্বর প্লাটফর্ম এর মধ্যে খান থেকে তাঁদের ধরা হয়। প্রায় ৩১ কিলো গাঁজা ছিলো তাঁদের সঙ্গে। কোথা থেকে কীভাবে এই বিপুল পরিমান গাঁজা জোগাড় করা হল এবং কোথায় পাচার করত ধৃত মহিলারা, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন, রাত পেরোলেই বৃষ্টি, সপ্তাহের শেষে ভাসবে বঙ্গের বিভিন্ন জেলা

Latest Videos

পুলিস সূত্রে জানা গেছে, ওই তিন মহিলা জেরায় জানিয়েছেন তাঁদের নাম আলো রায় ,  শিখা  সরকার এবং পুষ্পা হালদার । বাড়ী সবার বলাগড় থানার খামারগাছি  । তারা সুদূর উড়িষ্যা থেকে এই গাঁজা নিয়ে এসেছেন জেলায় বিক্রি করবেন বলে। ব্যান্ডেল জিআরপির ওসি মহাবীর বেরা জানিয়েছেন, ওই গাঁজা একজন ম্যাজিস্টেটকে সামনে রেখে সিজ করা হয়েছে। আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

আরও পড়ুন, আধারের আড়ালে এনপিআর ফর্মফিলাপ, গ্রেফতার ২

সূত্রের খবর, বুধবার সকালে ওই তিন মহিলা কে মাদক পাচারের কেস দিয়ে চুচূড়া কোর্টে পাঠানো হয়। তিনি আরও জানান তাঁদের কাছে গোপন সূত্রে আগেই খবর ছিলো । তবে ওই মহিলারা কারোর হয়ে ক্যারিয়ারের কাজ করছিলেন কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল পুলিসের তরফে জানানো হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari