জালে ধরা পড়ল ৭০ কেজির কই ভোলা, বাজারে দাম উঠল ৫০ হাজার

  • জালে ধরা পড়ল বিশাল আকৃতির মাছ
  • মাছটির ওজন প্রায় ৭০ কেজি
  • এই বিশাল আকৃতির মাছ কই ভোলা নামে পরিচিত
  • বাজারে মাছটির দাম উঠেছে ৫০ হাজার টাকা
     

Asianet News Bangla | Published : Jan 4, 2020 6:35 AM IST / Updated: Jan 04 2020, 04:46 PM IST

বিশাল আকৃতির একটি মাছ ধরা পড়ল মৎস্যজীবিদের জালে। বিশাল আকৃতির ভোলা মাছটির ওজন প্রায় সত্তর কেজি বলে জানাচ্ছেন মৎস্যজীবিরা। সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে এই ভোলা মাছটির সন্ধান পান তাঁরা।

আরও পড়ুন : শুরুর আগেই নজিরবিহীন ভাবে রদবদল জঙ্গিপুর পুলিশ জেলায়, সরানো হল নবনিযুক্ত পুলিশ সুপারকে

সুন্দরবনের হেমনগর নদী থেকে ধরা হয়েছে মাছটিকে। মৎস্যজীবিরা জানাচ্ছেন এই ভোলা মাছটির নাম কই ভোলা। সচরাচর দেখা যায় না এই মাছকে। মূলত জংলী মাছ বলেই এর পররিচিত।

 

 

সুন্দরবনের হেমনগরের এক বাসিন্দা শঙ্কর মণ্ডল নৌকা করে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় তার জালে ধরা পড়ে প্রায় সত্তর কেজি ওজনের এই কই ভোলা মাছটি। অন্যান্য মৎস্যজীবীরাও  বিশাল মাছটিকে নৌকায় তুলতে শঙ্কর মণ্ডলকে সাহায্য করেন। 

আরও পড়ুন : একই মঞ্চে বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক, মেলা উদ্বোধন নিয়ে পরে গেল রাজনৈতিক শোরগোল

মৎস্যজীবী শঙ্কর মণ্ডল ও তাঁর সঙ্গীরা মিলে বিশাল আকৃতির ভোলা মাছটিকে ক্যানিং-এর মাছঘাটের আড়তে নিয়ে যান। বাজারে মাছটির দাম উঠেছে প্রায় ৫০ হাজার টাকা। 
 

Share this article
click me!