জোড়া কন্যা সন্তান জন্ম দেওয়ার 'শাস্তি', একাধিক বিয়ে করে স্ত্রীকে নৃশংস খুন করল স্বামী

  • জোড়া কন্যা সন্তান জন্মানোয় স্ত্রীকে নৃশংস খুন করল স্বামী 
  •  প্রথমে খুন, পরেড়ে মৃত্যু নিশ্চিত করতে দেহ ঝোলানো হয় 
  • ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের পলাশবাটি এলাকায় 
  •  সামিরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব গোটা গ্রাম 

Ritam Talukder | Published : Jun 24, 2021 8:47 AM IST / Updated: Jun 26 2021, 11:17 AM IST


 কন্যা সন্তান জন্মানোয় স্ত্রীকে নৃশংস খুন করল স্বামী।  একাধিক বিয়ে করে ক্ষান্ত থাকলেন না করিতকর্মা স্বামী। জোড়া কন্যা সন্তান জন্ম দেওয়ার 'অপরাধে'  স্ত্রীকে শ্বাসরোধ করে প্রথমে খুন, পরে মৃত্যু নিশ্চিত করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়।এ ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের পলাশবাটি এলাকায়।

আরও পড়ুন, মা আসছে, ২১-র দুর্গার বায়না করতে কুমোরটুলিতে আজ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি 

 

 

 গ্রামের লোকজন ঘিরে ধরে অভিযুক্ত স্বামী সামিরুল শেখ কে পুলিশের হাতে তুলে দেয়। খুন হয়ে যাওয়া গৃহবধূর নাম রুপালি বিবি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর ১১ আগে রুপালি বিবির সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় স্থানীয় মধুপুর কলোনির সানুয়ার শেখের ছেলে সমীরুল শেখ এর সঙ্গে।  বিয়ের সময়  চাহিদা মত নগদ টাকা ও সোনা গয়না সহ যাবতীয় বরপণ দেয় মেয়ের বাবা। কিন্তু আরোও বাড়তি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর তার স্বামীর নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি ঘটলে ফের নতুন করে সামিরুল আরোও দুটি বিয়ে করে। এই ঘটনা জানাজানি হতেই রুপালির পরিবারের তরফে  সামিরুল শেখের সঙ্গে যোগাযোগ করে রুপালির সঙ্গে তাদের পুরাতন সম্পর্ক ঠিক করার চেষ্টা করা হয়।

আরও পড়ুন, মিমির শরীরে প্রবেশ করা ভ্যাকসিন আসলে কি, কসবাকাণ্ড ঘিরে চাঞ্চল্য তুঙ্গে 

 

 

 এদিকে সুযোগসন্ধানী সামিরুল  তার নিজের ভুল স্বীকার করে নতুন ভাবে সংসার শুরু করে রূপালী বিবির সঙ্গে। এরইমধ্যে আচমকা মাস দেড়েক আগে থেকে সমিরুল পরিবার সহ শশুর বাড়ি পলাশবাড়ী এলাকাতে থাকতে শুরু করে।এটি পড়ে নিজের আসল চেহারা বের করে সামিরুল। একদিকে আরও বেশি যৌতুক এবং যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে ক্রমাগত নিষ্ঠুরভাবে শারীরিক অত্যাচার করতে থাকে। এতেও আশ না মেটায় রুপালি বিবিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করতে দেহ গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। সামিরুল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে গোটা গ্রাম।

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!