বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি, জয়নগরে গ্রেফতার মূল অভিযুক্ত

  • তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি
  • শ্যুটআউটের ঘটনায় প্রাণ যায় ৩ জনের
  • ঘটনার তদন্তভার পায় সিআইডি
  • অবশেষে গ্রেফতার শ্যুটআউটের ঘটনার প্রধান পান্ডা

Asianet News Bangla | Published : Mar 12, 2020 8:59 AM IST

জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই শ্যুট আউটের ঘটনায় মূল পান্ডা এবার ধরা পড়ল পুলিশের জালে। অভিযুক্তকে ডায়মন্ডহারবার এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন: রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন বাঘমামা, পর্যটকদের ক্যামেরাবন্দি হলেন দক্ষিণ রায়

২০১৮ সালের ১৩ ডিসেম্বর জয়নগর প্রেট্রোল পাম্পের কাছে বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ করে গুলি চালান হয়। এই শ্যুটআউটের ঘটনায় প্রাণ হারান তিন জন। মৃত্যু হয় সারফুদ্দিন সরদার, আমিব আলী সরদার এবং মনিরুদ্দিন খানের। প্রথমে জয়নগর থানা তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব নেয় সিআইডি। 

আরও পড়ুন: মধ্যপ্রদেশে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি, দলবদলে অমিত-রাজনাথের সঙ্গে দেখা জ্যোতিরাদিত্যর

ঘটনার তদন্তে নেমে বাবুয়া সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। ইতিমধ্যে অভিযুক্তদের কয়েকজন গ্রেফতারও হয় সিআইডির হাতে। যদিও অধরা ছিল শ্যুটআউটের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাকির শেখ। তার বিরুদ্ধে হুলিয়া জারি হয় জয়নগর ও মন্দিরবাজার থানা এলাকায়।

আরও পড়ুন: অভিমানে হাত ছেড়েছেন জ্যোতি, ছবি রিট্যুইট করে স্মৃতি বিজড়িত রাহুল

জাকির শেখের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। বুধবার জায়মন্ডহারবার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জাকিরকে বারুইপুর আদালতে তোলা হয়। সিআইডি জাকিরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। 

Share this article
click me!