একলাফে ২০০০ টাকা! মার্চ থেকেই মিলবে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা তৃণমূলের

Published : Feb 10, 2025, 09:31 AM IST

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষীর ভান্ডার’। এবার এই প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা তৃণমূল সরকারের! এবার থেকে মোটা টাকা পাবেন রাজ্যের মহিলারা! ১০০০ থেকে ১৫০০ আর ১২০০ থেকে বেড়ে ২০০০ টাকা হতে চলেছে ভাতার পরিমাণ।

PREV
110

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) রাজ্যের বাজেট পেশ হবে।

210

তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সকলের।

310

এবারের বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রকল্পে অনুদান বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে।

410

সেই কথা মাথায় রেখেই তৃণমূল সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হল।

510

উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

610

বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।

710

এবার থেকে নাকি এবারে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ১০০০ থেকে ১৫০০ আর যারা ১২০০ পান তাদের ক্ষেত্রে ২০০০ টাকা করে দেওয়া হবে।

810

মুখ্যমন্ত্রীর জনপ্রিয় এই প্রকল্প নিয়েই এবার বিরাট ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর।

910

মন্ত্রী বলেন, “৫০০ টাকা থেকে যেই লক্ষীর ভান্ডার ১০০০টাকা হয়েছে এবং ১০০০ থেকে বেড়ে যেটা ১২০০ টাকা হয়েছে, সেটা বাড়তে আর বেশি দিন সময় লাগবে না। লক্ষ্মীর ভান্ডারের ১০০০টাকা বেড়ে ১৫০০ টাকা এবং ১২০০টাকা বেড়ে ২০০০ টাকা হবে। সব আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়।”

1010

দাপুটে তৃণমূল নেতা বলেন,‘মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়। একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন।”

click me!

Recommended Stories