২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন পড়ল ৬০০ দিনে, আন্দোলনকারীরা নতুন মঞ্চ তৈরি করল, নাম দিয়েছে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ ।
২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন পড়ল ৬০০ দিনে | '৬০০' লেখা পোস্টার এবং ব্যানার হাতে চাকরিপ্রার্থীরা আন্দোলন করল | পাশাপাশি আন্দোলনকারীরা নতুন মঞ্চ তৈরি করল | নাম দেওয়া হয়েছে বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ | নিয়োগের দাবিতে একাধিকবার বৈঠক করলেও লাভের লাভ কিছুই হয়নি | চাকরির নিয়োগপত্র সুনিশ্চিত না করা পর্যন্ত আগামী দিনে এই আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা |