Mamata Banerjee: 'নেতাজির কাছ থেকে স্বপ্নাদেশ...', জেরায় আজব দাবি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক হওয়া ব্যাক্তির

Published : Jul 22, 2023, 12:43 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

এই আষাঢ়ে গল্পতে বিশেষ আমল দেয়নি পুলিশ। নূরের মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছ থেকে 'স্বপ্নাদেশ' পেয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক হওয়া 'সন্দেহভাজন' ব্যাক্তি। পুলিশের জেরার মুখে আজব কথা বললেন ধৃত শেখ নূর আমিন। নূঢ় জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর স্বপ্নে এসে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আসন্ন। তাই তাঁকে সতর্ক কর‍তেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে এই আষাঢ়ে গল্পতে বিশেষ আমল দেয়নি পুলিশ। নূরের মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। তবে তদন্তকারীদের অনেকেই মনে করছেন মানসিকভাবে সুস্থ নন নূর। কিন্তু এই যুক্তিতেও প্রশ্ন থেকে যাচ্ছে যে তবে বিভিন্ন এজেন্সির ভুয়ো পরিচয়পত্র কোথা থেকে এল তাঁর গাড়িতে।

নূরের গাড়ি থেকে উদ্ধার হয়েছে,বিএসফ, আইবি সহ একাধিক নিরাপত্তা সংস্থার ভুয়ো পরিচয়পত্র। নূরের গাড়ি থেকে উদ্ধার হয়েছে আইপিএস লেখা বেল্টও। মিলেছে আগ্নেয়াস্ত্রও। যদিও নূরের স্ত্রী পুনম বিবির দাবি নূর মানসিক ভারসাম্যহীন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রও আদতে নকল। সেটি আসলে লাইটার বলে জানিয়েছেন পুনম বিবি। পাশাপাশি স্বামীকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করছেন তিনি।

একুশের সকালেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার হল এক সন্দেহভাজন। ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই ব্যাক্তি। কিন্তু পরে দেখা যায় তাঁর পরিচয়পত্রটি ভুয়ো। এরপরই তাঁকে আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।

সূত্রের খবর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ লেখা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেং এক ব্যাক্তি। যুবককে দেখা সন্দেহ হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর। জিজ্ঞাসাবাদ করায় নিজেকে আইবি-এর কর্মী বলে দাবি করেন ওই ব্যাক্তি। কিন্তু তাঁর পরিচয়পত্র পরীক্ষা করে দেখা যায় তা ভুয়ো। সঙ্গে সঙ্গেই গাড়িটিকে ঘিরে ধরা হয় এবং গ্রেফতার করা হয় সন্দেহভাজন যুবককে।

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, যুবকের কাছ থেকে মিলেছে একাধিক এজেন্সির আই কার্ড। এছাড়াও পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র-সহ ভোজালি ও কয়েক প্যাকেট গাঁজা। ধৃতের নাম শেখ নুর আলম। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল সে। এখন প্রশ্ন ভুয়ো আইডি কার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন দেখা কর‍তে চাইছিলেন তিনি? বর্তমানে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবককে।

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?