Abhishek Banerjee Speech: 'তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা যত হাতুড়ি মারবে তত শক্ত হবে', একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

Published : Jul 21, 2023, 01:44 PM ISTUpdated : Jul 21, 2023, 01:52 PM IST
abhiskek

সংক্ষিপ্ত

আগামী ৫ অগাস্ট সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তিনি।

একুশের মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতে জয়ের জন্য জনতাকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২৪-এর জয় নিয়েও আত্মবিশ্বাসী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন, 'আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে।' শুধু তাই নয় এদিন গান্ধী জয়ন্তিতে দিল্লি চলো-এর ডাকও দিলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন, আজ আমার ২০১০ সালের একুশে জুলাইয়ের কথা মনে পড়ছে।' পাশাপাশি আগামী ৫ অগাস্ট সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তিনি।

একুশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন,''ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা যত হাতুড়ি মারবে তত শক্ত হবে। আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে।'

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর