কসবা আইন কলেজের নির্যতিতাকে কড়া নিরাপত্তায় আনা হল কোর্টে, আদালতও পুলিশে ভর্তি

Published : Jun 28, 2025, 05:14 PM IST
Kolkata Police arrests South Calcutta Law College's guard in alleged gang-rape case

সংক্ষিপ্ত

আদালতে নির্যাতিতাকে আদালতে পেশ করা হয়। কড়া নিরাপত্তায় পেশ করা হয়েছিল আদালতে। আদালত চত্ত্বরে ছিল কড়া নিরাপত্তা।

কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার অভিযোগ দায়ের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। যারমধ্যে রয়েছে ঘটনার মূল অভিযুক্ত। এদিন কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।

এদিন আদালতে নির্যাতিতাকে আদালতে পেশ করা হয়। কড়া নিরাপত্তায় পেশ করা হয়েছিল আদালতে। আদালত চত্ত্বরে ছিল কড়া নিরাপত্তা। আইন কলেজের মধ্যেই ধর্ষণের ঘটনায় রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ধর্ষণকাণ্ডের রিপোর্ট তলব করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নিরাপত্তী রক্ষীকে যে অভিযোগ উঠেছে তা হল তিনি নির্যাতিতাকে রক্ষা করার পরিবর্তে অভিযুক্তদেরও সাহায্য় করেছিল। নির্যাতিতার বয়ান অনুসারে তরুণীকে সাহায্য করার পরিবর্তে গার্ড রুম থেকে বেরিয়ে যায় নিরাপত্তারক্ষী। কারণ সিসিটিভি ফুটেজে নিরাপত্তারক্ষীকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। নিরাপত্তা রক্ষী কেন কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানায়নি, কেন নির্যাতিতাকে উদ্ধারের চেষ্টা করেননি- এই দুটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

প্রথম থেকেই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে সন্দেহ ছিল পুবিশের। ধৃত তিন জনকে গেরা করে নিরাপত্তারক্ষীর কথা জানা যায়। নিরাপত্তারক্ষীকেও দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয়। নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্য়ায় খড়দার বাসিন্দা।

 

কলকাতার সাউথ ক্যালকাটা ল’ কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তের জন্য ভারতীয় জনতা পার্টি একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জে পি নড্ডা গঠিত এই কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং এবং মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব দেব এবং মানন মিশ্র। তারা ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী নড্ডার কাছে প্রতিবেদন জমা দেবেন। "বিজেপির জাতীয় সভাপতি, জগৎ প্রকাশ নড্ডা, পশ্চিমবঙ্গের কলকাতা ল’ কলেজে এক ছাত্রীর উপর হওয়া জঘন্য ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রেক্ষিতে, পার্টি নিম্নলিখিত সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে," পার্টির পক্ষ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে। "এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মাননীয় জাতীয় সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবে," এতে আরও বলা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের