বিপাকে মমতা সরকার, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে ৫০টি FIR দায়ের, অভিযোগ তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে FIR দায়ের হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sayanita Chakraborty | Published : Jan 14, 2025 1:19 PM
110

কদিন ধরে খবরে আবাস যোজনা প্রকল্পে গত বছরের শেষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

210

গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দিতে নিজস্ব কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী।

310

এই টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ ছিল যদি কোনও প্রভাবশালী ব্যক্তি উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেন তাহলে তাদের বিরুদ্ধে যেন থানায় গিয়ে উপভোক্তারা FIR করে আসেন।

410

এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তার মধ্যেই থানায় জমা পড়েছে FIR।

510

কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এই কাটমানি নিয়েছে এক শ্রেণীর লোভী তৃণমূল নেতা।

610

তাদের নামে এফআইআর দায়ের হয়েছে থানায়। এই নিয়ে মোট ৫০ টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর।  

710

এক জেলার পুলিশকর্তা জানিয়েছেন এই সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। ইতিমধ্যে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

810

তবে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যত বড় নেতাই হোক না কেন কাউকে রেয়াত করা হবে না।

910

এতদিন কেন্দ্রীয় সরকারী প্রকল্প আবাস যোজনায় আগে কেন্দ্রীয় সরকারের তরফে টাকা পেতেন বাংলার মানুষ।

1010

গত ২ বছর এই টাকা বন্ধ। এবার মমতা সরকার দিচ্ছে টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos