বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
পশ্চিমবঙ্গে ডিএ (Dearness Allowance) নিয়ে বিতর্কের শেষ নেই। কবে এই বিতর্কের অবসান ঘটবে? উত্তর জানা নেই কারোর। তবে এরই মাঝে মিলল খারাপ খবর। এখনই বাড়ানো হচ্ছে না ডিএ। কী জানাচ্ছে নবান্ন?
Parna Sengupta | Published : Jan 14, 2025 12:00 PM / Updated: Jan 14 2025, 12:37 PM IST
বিরাট দুসংবাদ বাংলার সরকারি কর্মীদের জন্য।
নবান্ন থেকে মিলল নয় আপডেট। জারি করা হল নোটিশ
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলা বারবার উঠলেও শুনানি হচ্ছে না।
ফলে সব মিলিয়ে মাসের পর মাস বছরের পর বছর ধরে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও জানিয়ে দিল কোনও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে না।
নবান্ন থেকে জানানো হয়েছে ৬ শতাংশ তো দূরে থাক, আপাতত কোনও ভাতা বা ডিএ বৃদ্ধি করা হবে না।
কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের সঙ্গে ডিএ-র ব্যবধান বেশ কয়েক শতাংশ রাজ্য সরকারি কর্মীদের।
এরই মাঝে এমন খবর মেলায় বেশ হতাশ রাজ্য সরকারি কর্মীরা।
বাংলার সরকারি কর্মীরা এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে।