পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি এবং ১৫ দিনের ছুটি নিয়ে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন এবং কিছু কর্মীর জন্য ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ডিসেম্বর মাসে ১৫ দিন ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। তা আগেই ঘোষণা করা হয়েছে।
415
তবে, এই ১৫দিন ছুটি সকলের জন্য নয়। টানা ২ সপ্তাহ ছুটি পাচ্ছেন কিছু সংখ্যক রাজ্য সরকারি কর্মী।
515
মূলত কিছু রাজ্য সরকারি কর্মী পুজোর সময় ছুটি পান না। তাই তাদের বছর শেষে ছুটি দেওয়া হচ্ছে। যা তাদের আগে ১০দিন দেওয়া হত। চলতি বছর থেকে তা বেড়ে হয়েছে ১৫ দিন।
615
ছুটি পাবেন জরুরী পরিষেবার কাজে নিযুক্তরা। যেমন পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, পৌরসভার কর্মী, দমকল কর্মীরা।
715
এবার এই ছুটির সঙ্গে মিলবে বাড়তি বেতনের খবর। এমনই শোনা যাচ্ছে সর্বত্র।
815
এদিকে আগামী বছরে রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়ছে তা নিয়ে চলছে জল্পনা। এই প্রসঙ্গে মমতার ভাবনা এল সামনে।
915
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ডিএ-র কথা উঠলে মুখ্যমন্ত্রী কখনও বলেন কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে।
1015
আবার কখনও বলেন যে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় চাকরি নিতে। কিন্তু, ডিএ তো কেন্দ্রের ইচ্ছার ওপর নির্ভর করে না। AICPI-র নিয়মানুসারে কেন্দ্র ডিএ প্রদান করে থাকে।
1115
তিনি বলেন, এ রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ম নীতি নেই। ডিএ মুখ্যমন্ত্রীর ইচ্ছার ওপর।
1215
গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের দিন চার শতাংশ ডিএ বেড়েছিল। কিন্তু, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করার ঘোষণা করা হয়েছিল।
1315
সব মিলিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। তবে, ডিএ দেওয়া হবে না বলে জানানো হয়নি। উল্টে, সর্বত্র শোনা যাচ্ছে ডিএ দেওয়ার পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী।
1415
এখন দেখার সত্যিই ডিএ বাড়ে কি না রাজ্য সরকারি কর্মীদের। ফলে মিলবে কি সুখবর?
1515
রাজ্য সরকারি কর্মী ডিএ বাড়লেও তা কত শতাংশ বাড়বে তা নিয়ে প্রশ্ন সর্বত্র। এখন শুধু সময়ের অপেক্ষা।