HMPV : HMP ভাইরাসের কালো ছায়ায় কলকাতায়, আক্রান্ত ৫ মাসের শিশু ভর্তি ছিল হাসপাতালে

Published : Jan 06, 2025, 04:14 PM ISTUpdated : Jan 06, 2025, 07:15 PM IST
 HMPV

সংক্ষিপ্ত

HMPV -এর কালো ছায়া এবার কলকাতায়। HMPV ভাইরাল ঢুকে পড়ল কলকাতায়।

HMPV -এর কালো ছায়া এবার কলকাতায়। HMPV ভাইরাল ঢুকে পড়ল কলকাতায়। আক্রান্ত সাড়ে পাঁচ মাসের একটি শুশু। বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল সূত্রের খবর।

আক্রান্ত শিশুর বাড়ি কলকাতায়। তবে বাবা ও মায়ের সঙ্গে শিশুটি সম্প্রতি মুম্বইতে চলে গিয়েছে। ডিসেম্বরে কলকাতায় আসার পরই শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। সর্দি, কাশির সমস্যা ছিল। গলায় ও বুকে কফ জমার মত সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থতা খুব বেড়ে গিয়েছিল। তারপরই শিশুটিকে ভর্তি করা হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। টেস্ট করার পরে ধরা পড়ে শিশুটি HMPVতে আক্রান্ত। শুরু হয় চিকিৎসা। ১০-১২ দিনের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশু রয়েছে মুম্বইতে।

 

HMPV-র পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটি কোভিড -১৯ গোষ্ঠী। ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার সঙ্গে অনেক মিল রয়েছে। এই ভাইরাসের মূল টার্গেট হল শ্বাসযন্ত্র। এই ভাইরাসের উপসর্গগুলি মূলত দেখা যায় শ্বাসযন্ত্রের মধ্যে। HMPV ভাইরাসে সাধারণত আক্রান্ত বেশি হয় শিশু ও বয়স্করা। কোভিডের মতই দুর্বল বা দীর্ঘ দিন রোগে আক্রান্তরা এই ভাইরাসে দ্রুত আক্রান্ত হন। HMPV-এর ইনকিউবেশন পিরিয়ড সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। অর্থাৎ তিন-ছয় দিনের মধ্যে শরীরের মধ্যে এই ভাইরাস বংশবিস্তার করে। ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো রোগ তৈরিতে সাহায্য করে। হাঁচি বা কাশি থেকে মূলত ছড়িয়ে পড়ে। আক্রান্তের কাছাকাছি গেলে, সংস্পর্শে এলে, সংক্রমিত এলাকা স্পর্শ করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 

সবিস্তারে আসছে…

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?