'সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন,' নেতাজির চেয়ে মমতাকে এগিয়ে রাখছেন কুণাল ঘোষ

Published : Jan 06, 2025, 03:20 PM ISTUpdated : Jan 06, 2025, 03:36 PM IST
Kunal Ghosh

সংক্ষিপ্ত

চলতি মাসেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। তার দু'সপ্তাহ আগে হঠাৎই নেতাজিকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেল। সৌজন্যে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

সংসদীয় রাজনীতিতে সাফল্যের বিচারে নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছেন কুণাল ঘোষ। তাঁর এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও, নিজের মতে অনড় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী। তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায়ও দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়েছেন, তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’ এই বক্তব্য নিয়ে বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

বক্তব্যে অনড় কুণাল

নেতাজি ও মমতার তুলনা নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কুণাল বলেছেন, 'দল থেকে বেরিয়ে ব্যক্তিগত ক্যারিশ্মায় দল তৈরি করে মানুষের আশীর্বাদ পাওয়া। এই প্রসঙ্গে কথা হচ্ছিল। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল ছিল। সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। সেই আলোচনা প্রসঙ্গে আমি কথাটা বলেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবরেণ্য, আন্তর্জাতিক নায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার কথা। আজাদ হিন্দ সরকার তিনি গঠন করেছিলেন। ৬টা দেশ তাঁকে স্বীকৃত দিয়েছিল। যতদিনের জন্যই হোক, হয়েছিলেন তো। তাঁর সেই পার্টটা- স্বাধীনতাযোদ্ধা, বিপ্লবী, দেশনায়ক নেতাজি সেটা আলাদা। এবার আসুন, কংগ্রেস থেকে বেরিয়ে যাঁরা দল গঠন করেছেন। সেটা সুভাষচন্দ্র বসু বলুন কিংবা প্রণব মুখোপাধ্যায়। কেউ সফল হননি। নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন। প্রণববাবু একটি দল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে, যিনি একক ক্যারিশ্মায় দল থেকে বেরনোর পর কিংবা বহিষ্কারের পর, একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে তাঁর দলকে সাফল্য এনে দিয়েছেন। জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছেন। আবার বাংলায় পরপর তিনবার সরকার গঠন করেছেন। চতুর্থবার হবে। আমি এই তুলনাটা করেছি।'

নিজের বক্তব্যে ভুল দেখছেন না কুণাল

নেতাজি ও মমতার তুলনা করায় কোনও ভুল দেখছেন না কুণাল। তাঁর বক্তব্য, 'নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা প্রণব মুখোপাধ্যায়, তাঁরা নিজের জায়গায় আকাশছোঁয়া ব্যক্তিত্ব। কিন্তু একা দল গড়ে ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, এটায় মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর। আমি ভুলটা কী বলেছি? এবার আমায় কে কী বললেন, আমার ঘোড়ার ডিম।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেহাবশেষ ফিরিয়ে আনা হোক তাঁর নিজ দেশে'- চন্দ্র কুমার বসু

Netaji Janma Jayanti: শ্যামাসঙ্গীত গাইতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, অন্তর্ধান করার আগে কেন যেতে চেয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে?

Netaji Birthday 2024: 'নেতাজি জয়ন্তীকে ভারতের জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক', আরও একবার সরব হলেন মমতা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর