বাংলাদেশ থেকে কলকাতায় এসে মৃত্যু! সায়েন্স সিটির কাছে জলাশয় থেকে উদ্ধার দেহ

কলকাতায় উদ্ধার মৃতদেহ। কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশী যুবকের দেহ উদ্ধার হয়েছে।

কলকাতায় উদ্ধার মৃতদেহ। কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশী যুবকের দেহ উদ্ধার হয়েছে।

প্রগতি ময়দান থানা এলাকায়, বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। উদ্ধারের পর পুলিশ তাঁকে বাংলাদেশী হিসেবে শনাক্ত করেছে।

Latest Videos

কিন্তু কীভাবে তিনি ওই এলাকায় গেলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম দাউদ হোসেন উপল। যার বয়স ২৩ বছর। তিনি আদতে ঢাকার বাসিন্দা। কিছুদিন আগে তিনি কলকাতায় আসেন এবং ওঠেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে।

সেখান থেকে ঠিক কী কারণে সায়েন্স সিটির দিকে গেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন সেই যুবক, তাও সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাঁকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়েরা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকেও জানান। স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে সেই যুবকের দেহ উদ্ধার করে এবং তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জলে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

তাঁর কাছ থেকে অবশ্য কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া নথি থেকে পুলিশ জানতে পেরেছে যুবকের আসল পরিচয়।

বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari