বাংলাদেশ থেকে কলকাতায় এসে মৃত্যু! সায়েন্স সিটির কাছে জলাশয় থেকে উদ্ধার দেহ

কলকাতায় উদ্ধার মৃতদেহ। কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশী যুবকের দেহ উদ্ধার হয়েছে।

Subhankar Das | Published : Jul 10, 2024 4:07 PM IST / Updated: Jul 10 2024, 09:53 PM IST

কলকাতায় উদ্ধার মৃতদেহ। কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশী যুবকের দেহ উদ্ধার হয়েছে।

প্রগতি ময়দান থানা এলাকায়, বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। উদ্ধারের পর পুলিশ তাঁকে বাংলাদেশী হিসেবে শনাক্ত করেছে।

Latest Videos

কিন্তু কীভাবে তিনি ওই এলাকায় গেলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম দাউদ হোসেন উপল। যার বয়স ২৩ বছর। তিনি আদতে ঢাকার বাসিন্দা। কিছুদিন আগে তিনি কলকাতায় আসেন এবং ওঠেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে।

সেখান থেকে ঠিক কী কারণে সায়েন্স সিটির দিকে গেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন সেই যুবক, তাও সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাঁকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়েরা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকেও জানান। স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে সেই যুবকের দেহ উদ্ধার করে এবং তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জলে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

তাঁর কাছ থেকে অবশ্য কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া নথি থেকে পুলিশ জানতে পেরেছে যুবকের আসল পরিচয়।

বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল