'ফোনে সাহায্যের পরিবর্তে পদের টোপ', ভোটের আগেই মানিকতলার প্রার্থী কল্যাণের বিরুদ্ধে বোমা ফাটালেন কুণাল

Published : Jul 09, 2024, 07:45 PM IST
TMC s Kunal Ghosh alleged that BJP wanted to bribe Kalyan Chaubey to win Maniktala by election bsm

সংক্ষিপ্ত

কুণাল ঘোষ দাবি করেছেন, রাজ্য বিধানসভা উপনির্বাচনের মাত্র তিন দিন আগেই বিজেপির তরফ থেকে তাংকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই প্রস্তাব দিয়েছেন স্বয়ং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। 

রাত পোহালেই রাজ্যের চার আসনে উপনির্বাচন। যার মধ্যে হটসিট বলা যেতেই পারে মানিকতলা বিধানসভা কেন্দ্রকে। কিন্তু তার আগেই মানিকতলা নির্বাচন নিয়ে রীতিমত বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁর নিশানায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কুণালের অভিযোগ ভোটে জিততে কল্যাণ চৌবে তাঁকে ঘুষ দিতে চেয়েছিলেন। নির্বাচনের আগে দিনই কুণাল ঘোষ তাঁর নিজের ইউটিউব চ্যানেলে বোমাটি ফাটান।

কুণাল ঘোষ দাবি করেছেন, রাজ্য বিধানসভা উপনির্বাচনের মাত্র তিন দিন আগেই বিজেপির তরফ থেকে তাংকে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেই প্রস্তাব দিয়েছেন স্বয়ং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কুণালের অভিযোগ কল্যাণ চৌবে ফোন করেই তাঁরে ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। কুণাল জানিয়েছেন, 'গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার সময় আমাকে ফোন করেছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি আমাকে প্রস্তাব দেন তাঁর হয়ে কাজ করলে রাজ্য ও জাতীয় স্তবে খেলার জগতে বড় পদ দেওয়া হবে।' কুণাল নিজের ইউটিউব চ্যানেলে সেই কথাবার্তা অডিও রেকর্ডিঁ শেয়ার করেছেন। যদিও সেই অডিও রেকর্ডিং-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। রইল কুণাল ঘোষের বক্তব্যঃ

কুণাল ঘোষ বলেন ভোট প্রচারে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এটা বুঝে গিয়েই অন্তর্ঘাত করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন,' বিজেপি প্রার্থী তাঁকে দলের সঙ্গে বেইমানি করার প্রস্তাব দিয়েছেন। এটাই বিজেপি! এমনই নোংরা মানসিকতা।' তিনি আরও বলেন, কল্যাণ তাঁর সাহায্য চাইতেই পারেন। কিন্তু বদলে তাঁকে বড় পদ দেওয়ার প্রস্তাব বা প্রলভন দেওয়া সঠিক নয়। এটা কিছুতেই কল্যাণ চৌবে করতে পারেন না বলেও দাবি করেন কুণাল ঘোষ।

যদিও কুণাল ঘোষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী কস্যাণ চৌবে। তবে তিনি স্বীকার করে নিয়েছেন, কুণাল যে অডিও রেকর্ডিং প্রকাশ করেছেন তার কণ্ঠস্বর তারই । কল্যাণ চৌবে জানিয়েছেন, যে রেকর্ডিং প্রকাশ করা হয়েছে, তা অসম্পূর্ণ। তাই তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কল্যাণ আরও বলেছেন, তিনি চান কুণাল পুরো রেকর্ডিং প্রকাশ করুন। তাতেই সত্য সামনে আসবে।

 

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের