
Kolkata Crime News: শহরে ফের হাড়হিম করা হত্যাকাণ্ড। ছেলের হাতে খুন জন্মদাত্রী মা। ঘটনাটি ঘটেছে রাজারহাটের শান্তিপূর্ণ আবাসনে (Kolkata Crime News)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে নিজের মাকে নৃশংসভাবে খুন করল ছেলে। রাতারাতি নেমে আসে রক্তাক্ত নৈশব্দ। গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যা করা হয় মাকে। মৃত ওই মহিলার নাম দেবযানী মজুমদার (৫৮)।
জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ (Rajarhat Police) ও উদ্ধার করে মৃতদেহ। অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ (West Bengal News)। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বছর কয়েক আগে চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সৌমিক। অবসাদ ও একাকীত্বে ভুগছিলেন তিনি। মায়ের সঙ্গেও প্রায়শই তার অশান্তি লেগে থাকত। প্রাথমিক তদন্তে অনুমান, সেই মানসিক ভারসাম্যহীনতার জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে সে।
কীভাবে মাকে হত্যা করল অভিযুক্ত সৌমিক (Kolkata Crime News):-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই মা-ছেলের মধ্যে বচসা বাঁধে। সেই সময়েই সৌমিক নিজের মাকে লক্ষ্য করে ধারালো ছুরি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দেবযানী মজুমদার। গোটা ঘর রক্তে ভেসে যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় রেকজোয়ানি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে (Crime News)।
এদিকে নৃশংস এই ঘটনায় গোটা আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের অনেকেই এই ঘটনার খবর শুনে স্তম্ভিত। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করে, হত্যাকাণ্ডের পিছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, তার মানসিক অবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। সবমিলিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata police)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।