ভ্যালেন্টাইন্স ডে- তে প্রেম নিয়ে 'হুঁশিয়ারি'! প্রেম করতে দেখলেই কি করা হবে, লেখা পোস্টারে

Published : Feb 14, 2025, 12:18 PM IST
Kolkata

সংক্ষিপ্ত

বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নাম করে একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ভ্যালেন্টাইন্স ডে-র দিন জনসমক্ষে প্রেমিক যুগলের ঘুরে বেড়ানোয় আপত্তি জানানো হয়েছে। অনেকেই বলছেন, এভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না

এবার কি ভালবাসার উদযাপনের দিনেও থাকছে নজরদারি? একটি লেখাকে ঘিরেই এখন চলছে বিতর্ক। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নাম করে একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ভ্যালেন্টাইন্স ডে-র দিন জনসমক্ষে প্রেমিক যুগলের ঘুরে বেড়ানোয় আপত্তি জানানো হয়েছে। আপত্তিকর অবস্থায় কোনও যুগলকে দেখা গেলে তাঁদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে তাঁদের বিয়ের ব্যবস্থা করা হবে। যদিও এই নির্দেশিকার সত্যতা যাচাই করে নি এশিয়ানেট নিউজ বাংলা। তবে, এই লেখা নিয়ে যত আপত্তি, বিতর্কও শুরু হয়েছে। অনেকেই এই বিষয়টিতে বিরোধিতা করেছেন এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে, তৃণমূলের আইটি সেল যুগলদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের কর্মীরা যুগলদের হেনস্থা হতে দেখলে তাঁদের সাহায্য করবে বলে জানানো হয়েছে।

১৪ ফেব্রুয়ারি মানেই প্রেমিক-প্রেমিকাদের কাছে আলাদা গুরুত্ব। আর সেই বিশেষ দিন মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিয়েই উঠল ঘোরতর আপত্তি। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নাম করে লেখা একটি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল । যা লেখা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। পাল্টা আসরে নামল তৃণমূলের আইটি উইং।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে( এই নির্দেশিকার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) সেখানে আপত্তি জানানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডে-র দিন জনসমক্ষে প্রেমিক যুগলের ঘুরে বেড়ানোয় । এই লেখাতে উল্লেখ করা হয়েছে, আপত্তিকর অবস্থায় কোনও যুগলকে দেখা গেলে তাঁদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে যুগলের বিয়ের ব্যবস্থা করা হবে। আর এই নির্দেশিকা সোস্যাল মিডিয়ার ওয়ালে ঘুরতেই অনেক প্রেমিক-প্রেমিকা চিন্তিত হয়ে পড়েছেন।সোস্যাল মিডিয়ায় যে ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে লেখা রয়েছে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উৎসব ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। ভাইরাল নির্দেশিকাই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।অনেকেই বলছেন, এভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না, বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকে। অপরদিকে এই ভাইরাল পোস্টারের পাল্টা হিসেবে একটি বিবৃতি দিয়ে তৃণমূলের আইটি সেল যুগলদের হেনস্থার হাত থেকে সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি