রাতের শহরে যেন সিনেমার প্লট! ফিল্মি কায়দায় রোমহর্ষক খুন! তুমুল চাঞ্চল্য এলাকায়

Published : Sep 01, 2024, 11:36 AM IST
Delhi shoot out

সংক্ষিপ্ত

গতরাতে ইকোপার্কের রাম মন্দিরের কাছে ওই যুবককে গুলি করে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের কয়েকজন। এমনিতেই সন্ধ্যের পর থেকে ওই এলাকাটি বেশ ফাঁকা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সন্ধের পরে বেশ ফাঁকা থাকে নিউটাউনের ইকো পার্ক এলাকা। সেখানেই রীতিমত ফিল্মি কায়দায় চলল গুলি। রাতের কলকাতায় যেন সিনেমার প্লট সাজিয়ে খুনের ঘটনা ঘটল। বাইকে চেপে এসে পেশায় ব্যবসায়ী এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

গতরাতে ইকোপার্কের রাম মন্দিরের কাছে ওই যুবককে গুলি করে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের কয়েকজন। এমনিতেই সন্ধ্যের পর থেকে ওই এলাকাটি বেশ ফাঁকা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা রীতিমতো পরিকল্পনা করেই খুন করেছে বলে অনুমান করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে গিয়ে বিধাননগর হাসপাতালে ভর্তি করে।

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত ওই হামলার কারণ স্পষ্ট নয়। নিহতের বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সন্ধের পর থেকে এলাকাটি বেশ ফাঁকা থাকে। তারই সুযোগ নিয়ে রীতিমতো পরিকল্পনা করে এই খুন, এমনই মনে করছে পুলিশ।

রাতের শহরে গুলি করে খুন। গতকাল রাতে নিউটাউনের ইকোপার্কের কাছে বাইকে চেপে এসে এক যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত যুবকের নাম নাসিমউদ্দিন খান, তিনি ভাঙড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। রীতিমতো পরিকল্পনা করে এই খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়িক শত্রুতা? নাকি অন্য কোনও কারণে এই হামলা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টায় পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী