শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের জীবনাবসান। শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার সকালে কলকাতায় এসে পৌঁছন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তারপর হাসপাতালে যান তিনি। তখনই তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার নির্মলা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরের দিনেই এমন দুঃসংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
সূত্রের খবর, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। মাকে দেখতে যাওয়ার জন্যই কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কিন্তু, ৩ নভেম্বর সকালেই প্রয়াত হলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।