Abhishek Banerjee: অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ খারিজ করল সুপ্রিম কোর্ট, এবার কোন শর্তে বিদেশ যাত্রা? জানুন

Published : Jul 28, 2023, 02:29 PM IST
abhishek banerjee

সংক্ষিপ্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিশ খারিজ করে সুপ্রিম কোর্ট।

অবশেষে স্বস্তি অভিষেকের। বিদেশযাত্রা মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। শুক্রবার সেই মামলার শুনানিতেই বড় স্বস্তি পেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিশ খারিজ করে সুপ্রিম কোর্ট। তবে বিদেশ যাত্রার আগে নিতে হবে তদন্তকারী সংস্থার অনুমতি। এদিন সুপ্রিম কোর্টকে জানায় ইডির আইনজীবী এস ভি রাজু শীর্ষ আদালতকে জানায়,'বিদেশযাত্রার এক সপ্তাহ আগে ED-কে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে ইডি। বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া হবে না।'

প্রসঙ্গত, বুধবারই কলকাতা থেকে দুবাই রওনা হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ঘটনা ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা যাচ্ছে বুধবার এমিরেটস-এর উড়ানে তিনি সস্ত্রীক দুবাই গিয়েছেন। চিকিৎসার কারণেই এই বিদেশ যাত্রা বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। সূত্রর দাবি আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই দুবাই গিয়েছেন অভিষেক। দশ দিনের মধ্যেই দেশে ফেরার কথা অভিষেক ও রুজিরার। উল্লেখ্য বুধবারই অভিষেকের মামলা উঠেছিলকলকাতা হাই কোর্টে। গত সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টই জানিয়েছেন অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে। সেক্ষেত্রে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে।

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ