'এবার সাংসার চালাতে চুরি করতে হবে!', মমতার বৈঠকের পরই ফুটপাথ-ব্যবসায়ীদের করুণ আর্তি

কলকাতার, যাদপুর, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাথ মুক্ত করার কাজ চলছে। সল্টলেকের কলেজ মোড় এলাকাতেও দেখা গেছে একই ছবি।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সরকারি জমি জবরদখলের কাজ শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সোমবার নবান্নে বৈঠক হয়েছিল। তাকপর দিন, মঙ্গলবারই কলকাতা শহরজুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাত জাবরদখল মুক্ত করতে বিসিএস ড্রাইভ চালাচ্ছেন। ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। একই ছবি দেখা যাচ্ছে সল্টলেক বা বিধাননগর পুরসভা এলাকায়।

কলকাতার, যাদপুর, এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাথ মুক্ত করার কাজ চলছে। সল্টলেকের কলেজ মোড় এলাকাতেও দেখা গেছে একই ছবি। মূলত এই এলাকাগুলিতে একাধিক অফিস রয়েছে , অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাতের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন। সেই ফুটপাতের দোকানগুলি কে সরিয়ে ফেলতে হবে , ফুটপাত জবরদখল করা যাবে না সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে ।

Latest Videos

তবে হঠাৎ করেই সরকারি জমি জবরদখল মুক্ত করায় বিপাকে পড়েছেন ফুটপাথের ব্যবসায়ীরা। তাদের পাততাড়ি গোটাতে হচ্ছে। যাদে আচমকাই তাদের জীবনে অন্ধকার নেমে আসতে পারে। কারণ ফুটপাথের পসরা সাজিয়ে তাঁরা ব্যবসা করেন। নিজের ও পরিবারের সদস্যদের পেট চালাতে পারে। কিন্তু সেই দোকান বন্ধ হয়ে গেলে তাদের ও পরিবারের সদস্যদের খাবার যোগান বন্ধ হয়ে যাবে। অনেক ব্যবসায়ীই বলেছেন, সংসার চালাতে তাদের চুরিচামারি করতে হবে। এভাবে তুলে দেওয়া যাবে না বলেও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি ফুটপাথ-ব্যবসায়ীদের কথায় তাদের পুনর্বাসন দেওয়া হোক। তারপরই তাদের দোকান তুলে দেওয়া হবে। সব হারানো ফুটপাথবাসীদের কথায় তাদের কোথায় পুনর্বাসন দেওয়া হোক। পাশাপাশি তাদের কথায় এতদিন তাদের দোকানে যারা খাবার পেতেন তাদেরও সমস্যায় পড়তে হবে। তারা অল্প পয়সায় খাবার বিক্রি করতেন। কিন্তু এবার ক্রেতাদের অনেক বেশি টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের