Kolkata Metro: আজ তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদী, কবে থেকে করা যাবে যাতায়াত?

Published : Aug 22, 2025, 07:44 AM IST

আজ, ২২শে অগাস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া-বিমানবন্দর, হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা এবং এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে সন্ধ্যা ৬টা থেকে যাত্রী পরিষেবা শুরু হবে।

PREV
16

আজ ২২ শে অগাস্ট কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। আজ শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ- এই তিন রুটে মেট্রো উদ্বোধন করবেন মোদী। উদ্বোধনের পর সন্ধ্যা ছটা থেকে যাত্রীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে মেট্রো। জানা গিয়েছে এমনটাই।

26

মেট্রো কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হবে। পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে। সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত চলবে মেট্রো।

36

অন্যদিকে, অরেঞ্জ লাইনের কবি সুভাষ-বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে ২৫ তারিখ সোমবার থেকে। এই রুটে মেট্রো চলহে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা ২৮ মিনিট পর্যন্ত। সোমবার থেকে ইয়েলো লাইনেরও মেট্রো চালু হবে। এটি চলবে নোয়াপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত।

46

সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ ও হাওড়া পর্যন্ত সারা দিনে ১৮৬টি মেট্রো চলবে। পরিষেবা চালু থাকবে রবিবারেও। নোয়াপাড়া-বিমানবন্দর পথে সারাদিন চলবে ১২০টি মেট্রো। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পথে সারা দিনে চলবে ৬০টি মেট্রো।

56

এদিকে আজ উদ্বোধনী অনুষ্ঠানের যে কর্মসূচী তৈরি হয়েছে তা নিয়ে দেখা গিয়েছে জটিলতা। সেখানে নাম নেই শুভেন্দু অধিকারীর। ছাপানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের নাম। এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ভুল নজরে আসার পরই কার্ড পরিবর্তন করা হয়েছে।

66

আমন্ত্রণ পত্রে নাম আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, সুুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের। আজ উদ্বোধন হবে মেট্রো। মোট তিনটি নতুন রুটের উদ্বোধন করবেন মোদী।

Read more Photos on
click me!

Recommended Stories