গঙ্গাসাগর মেলার জন্য বাস কম, রবিবার বন্ধ থাকবে মেট্রো, কীভাবে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা?

Published : Jan 10, 2025, 09:43 PM ISTUpdated : Jan 10, 2025, 10:07 PM IST
East West Metro service started

সংক্ষিপ্ত

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় হাজার হাজার যাত্রীর উপকার হয়েছে। কিন্তু পরিষেবা আরও ভালো হওয়ার আশায় যাত্রীরা।

কলকাতা হোক বা শহরতলি, সরকারি বাসের সংখ্যা অনেক কমে গিয়েছে। অনেক বেসরকারি রুট বন্ধই হয়ে গিয়েছে। ফলে অনেক যাত্রীই গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোরেলের উপর নির্ভর করেন। কিন্তু পরপর দুই রবিবার কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে। ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। গঙ্গাসাগর মেলার সময় প্রতিবারই অতিরিক্ত বাস দেওয়া হয়। ফলে সাধারণ যাত্রীরা পথে নেমে ভোগান্তির মুখে পড়েন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তাছাড়া রবিবার এমনিতেই রাস্তায় বাস কম থাকে। ফলে পরপর দুই রবিবার যাঁরা বিভিন্ন কাজে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরার পরিকল্পনা করেছিলেন, তাঁদের অন্য যানবাহন বেছে নিতে হবে। একইভাবে যাঁরা মেট্রো ধরে হাওড়া ময়দান যেতে চাইবেন, তাঁদেরও বিকল্প পথ বাছতে হবে।

কেন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার হাওড়া ময়দান-ধর্মতলা রুটে পরিষেবা শুরু হয় দুপুর দুটোয়। কিন্তু ১২ ও ১৯ জানুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। কিছুদিনের মধ্যেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে মেট্রোরেল পরিষেবা শুরু হয়ে যাবে। তার জন্য পরপর দুই রবিবার ইন্টারলকিংয়ের কাজ চলবে। একইসঙ্গে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রোরেলের ট্রায়াল চলবে। এই কারণেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। রবিবার সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত যাঁরা মেট্রোর উপর নির্ভর করেন, তাঁদের বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে হয়। ১২ ও ১৯ জানুয়ারি হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে যাঁরা বিভিন্ন কাজে বাড়ি থেকে বেরোবেন, তাঁদেরও বিকল্প পথ বাছতে হবে।

কবে চালু হবে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো

হাওড়া ময়দান থেকে মেট্রো চড়ে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাওয়ার সুযোগ পেলে বহু মানুষের উপকার হবে। এই রুটে পরিষেবা কবে চালু হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কাজ চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ এক ব্যক্তির, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা যাত্রীর, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

Kolkata Metro: যাত্রীদের স্বস্তি দিয়ে এখনই বাড়ছে না মেট্রো রেলের ভাড়া, নিশ্চিন্তে চড়ুন শেষ মেট্রোতে

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের