RG Kar: কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে তাণ্ডব, গুঁড়িয়ে দেওয়া হল অভয়ার মূর্তি

আরজি কর আন্দোলন ইস্যুতে তারা শুরু করেছে দ্রোহের গ্যালারি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে যে দ্রোহের গ্যলারির প্রদর্শনী চলছে তা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

আরডি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কাণ্ডের পর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। এখনও অধরা বিচার। এই অবস্থায় শনিবার আবার নতুন করে পথে নেমেছে জুনিয়ার ডাক্তাররা। তারা বিচারের দাবিতে সরব হয়েছে। আরজি কর আন্দোলন ইস্যুতে তারা শুরু করেছে দ্রোহের গ্যালারি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে যে দ্রোহের গ্যলারির প্রদর্শনী চলছে তা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জুনিয়ার ডাক্তাররা ফেসবুকে কতগুলি ছবি পোস্ট করে বলেছেন, 'আপনারা জানেন অভয়ার ঘটনার ৩ মাস পেরিয়েছে, অভয়ার ন্যায় বিচারের দাবীতে শুরু হওয়া আন্দোলনের তথ্য চিত্র প্রদর্শনের জন্য গতকাল থেকে মেডিক্যাল কলেজে শুরু হয়েছে "দ্রোহের গ্যালারী", সেখানে দুটি পুত্তলিকা রাখা হয়েছিল অভয়ার স্মরণে। আপনারা জানেন আন্দোলনের শুরু থেকেই এই প্রতীকী মূর্তি ছিল আমাদের সঙ্গে, তাই এই প্রদর্শনীর অন্যতম অলংকার ছিল এটা। কিন্তু আজ সকালে আমরা এসে দেখি এই অবস্থা! মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়েছে সেগুলো। যে বা যারা এই কাজ করেছেন তাদের এই বিকৃত মানসিকতার ধিক্কার জানাই। '

Latest Videos

কারা এই ঘটনার সঙ্গে যুক্ত- তা এখনও স্পষ্ট নয়। কিন্তু অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জুনিয়র ডাক্তাররা। ঘটনারও তীব্র নিন্দ করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তিন মাস পার হয়েছে। অনশন থেকে ঘোরাও অবস্থান, ধর্না- প্রতিবাদে উত্তাল ছিল বাংলা। কলকাতা ছাড়িয়ে আন্দোলনের আঁচ পড়েছিল বাংলার প্রত্যন্ত এলাকায়। তারই মধ্যে এজতীয় ঘটনা নিন্দনীয় বলেও দাবি করেছে অনেকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও