RG Kar: কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে তাণ্ডব, গুঁড়িয়ে দেওয়া হল অভয়ার মূর্তি

Published : Nov 10, 2024, 04:30 PM IST
Allegation of vandalism in droher gallry of resident doctors in Calcutta Medical College bsm

সংক্ষিপ্ত

আরজি কর আন্দোলন ইস্যুতে তারা শুরু করেছে দ্রোহের গ্যালারি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে যে দ্রোহের গ্যলারির প্রদর্শনী চলছে তা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

আরডি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কাণ্ডের পর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। এখনও অধরা বিচার। এই অবস্থায় শনিবার আবার নতুন করে পথে নেমেছে জুনিয়ার ডাক্তাররা। তারা বিচারের দাবিতে সরব হয়েছে। আরজি কর আন্দোলন ইস্যুতে তারা শুরু করেছে দ্রোহের গ্যালারি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে যে দ্রোহের গ্যলারির প্রদর্শনী চলছে তা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জুনিয়ার ডাক্তাররা ফেসবুকে কতগুলি ছবি পোস্ট করে বলেছেন, 'আপনারা জানেন অভয়ার ঘটনার ৩ মাস পেরিয়েছে, অভয়ার ন্যায় বিচারের দাবীতে শুরু হওয়া আন্দোলনের তথ্য চিত্র প্রদর্শনের জন্য গতকাল থেকে মেডিক্যাল কলেজে শুরু হয়েছে "দ্রোহের গ্যালারী", সেখানে দুটি পুত্তলিকা রাখা হয়েছিল অভয়ার স্মরণে। আপনারা জানেন আন্দোলনের শুরু থেকেই এই প্রতীকী মূর্তি ছিল আমাদের সঙ্গে, তাই এই প্রদর্শনীর অন্যতম অলংকার ছিল এটা। কিন্তু আজ সকালে আমরা এসে দেখি এই অবস্থা! মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়েছে সেগুলো। যে বা যারা এই কাজ করেছেন তাদের এই বিকৃত মানসিকতার ধিক্কার জানাই। '

কারা এই ঘটনার সঙ্গে যুক্ত- তা এখনও স্পষ্ট নয়। কিন্তু অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জুনিয়র ডাক্তাররা। ঘটনারও তীব্র নিন্দ করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তিন মাস পার হয়েছে। অনশন থেকে ঘোরাও অবস্থান, ধর্না- প্রতিবাদে উত্তাল ছিল বাংলা। কলকাতা ছাড়িয়ে আন্দোলনের আঁচ পড়েছিল বাংলার প্রত্যন্ত এলাকায়। তারই মধ্যে এজতীয় ঘটনা নিন্দনীয় বলেও দাবি করেছে অনেকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর