নৈহাটির তৃণমূল প্রার্থীর প্রশংসা কেন ক্লাব কর্তাদের মুখে? প্রতিবাদে পথে নামছেন তিন প্রধানের সমর্থকরা

এবার যেন ক্লাব কর্তা বনাম সমর্থকদের লড়াই। 

সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় বিতর্ক। ক্লাব রাজনীতি কিংবা ক্লাবের নানা কমিটিতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এর আগেও যুক্ত ছিলেন। কিন্তু একজন প্রার্থীর সমর্থনে সরাসরি ফুটবল ক্লাবের কর্তারা মুখ খুলছেন, এইরকম উদাহরণ প্রায় নেই বললেই চলে।

তাই এবার ক্লাব কর্তাদের রাজনীতিতে জড়িয়ে পড়ার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছেন তিন প্রধানের সমর্থকরা। আগামী মঙ্গলবার, দুপুরবেলায় ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে একটি জমায়েতের ডাক দিয়েছে তিন প্রধানের সমর্থকদের নিয়ে গঠিত যৌথ মঞ্চ ‘তিলোত্তমার পাশে ময়দান’।

Latest Videos

আরজি কর আবহেই শুরু হয় এই মঞ্চের পথ চলা। তারপর থেকে তারা একাধিক নাগরিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। আর এবার সরাসরি রাজনীতিমুক্ত ময়দানের দাবিতে রাস্তায় নামতে চলেছে সেই মঞ্চ।

সমর্থকদের একটি অংশের দাবি, “ক্লাবের কর্তারা কেন রাজনীতির কথা বলবেন? কেন তারা নির্দিষ্ট একটি দলের একজন প্রার্থীর গুণগান করবেন? রাজনীতিমুক্ত ময়দান গড়ার দাবি নিয়েই মঙ্গলবার এই জমায়েতের ডাক দিয়েছেন তারা।

সংগঠকদের কথায়, “কোনও রাজনৈতিক নেতার ক্লাবে যুক্ত থাকতেই পারেন। তবে একজন ক্লাব কর্তার পরিচয় ভাঙিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীকে সমর্থন জানানো একদমই ঠিক কাজ নয়। এটাই হচ্ছে ময়দানের রাজনীতিকরণ। এর থেকেই বোঝা যায় যে, ময়দানে থ্রেট কালচার চলছে। ঠিক সেই কারণেই, ইস্টবেঙ্গলের মতো ক্লাবের স্পনসরশিপ ঘোষণা করা হয় নবান্ন থেকে। আমাদের লক্ষ্য, এই পরিবেশ থেকে ময়দানকে মুক্ত করতেই হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News